অনুশীলনী

এসএসসি(ভোকেশনাল) - শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
19
19

অতিসংক্ষিপ্ত উত্তর প্রশ্ন :

১। বাগদা চিংড়ির হ্যাচারি কত প্রকার?

২। বাগদা চিংড়ির পোনা উৎপাদনের জন্য পানির লবণাক্ততা কত থাকা প্রয়োজন? 

৩। বাগদা চিংড়ির হ্যাচারির পানির তাপমাত্রা কত থাকা উচিৎ ?

৪। বাগদা চিংড়ির হ্যাচারির পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কত থাকা উচিত?

৫। প্লাংকটন কী?

৬। আর্টিমিয়া কী?

৭। পরিপক্ক স্ত্রী চিংড়ির ডিম্বাশয়কে কয়টি দশায় ভাগ করা যায়?

৮। কত ঘন্টার মধ্যে ডিম ফুটে লার্ভা বের হয়?

৯। মাইসিসের ধাপ কয়টি?

১০। নগ্নির ধাপ কয়টি?

১১। পোস্ট লার্ভা কী?

১২। লার্ভাল মাইকোসিস কী ধরনের রোগ?

১৩। নল্লি থেকে প্রোটোজুইয়া হতে কত ঘন্টা সময় লাগে?

 

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:

১। বায়ু সঞ্চালন পাম্প বলতে কী বোঝায়? 

২। পানি পরিস্রাবক কত প্রকার ও কী কী?

৩। স্ত্রী চিংড়ির ডিম্বাশয়ের পরিপক্কতার বিভিন্ন পর্যায়ের নাম লেখ।

৪। পোস্ট লার্ভাকে কী ধরনের খাবার দেয়া হয়?

৫। চিংড়ির হ্যাচারিতে রোগ সংক্রমণের প্রধান কারণগুলো লেখ।

৬। আলোকদায়ক জীবাণুজনিত রোগের লক্ষণসমূহ লেখ।

৭। জৈব নিরাপত্তা বলতে কী বোঝায়?

 

রচনামূলক প্রশ্ন:

১। বাগদা চিংড়ির হ্যাচারির স্থান নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো বর্ণনা করো।

২। বাগদা চিংড়ির হ্যাচারির বিভিন্ন অংশের বর্ণনা দাও।

৩। প্রজননের জন্য চিংড়ি বাছাইকরণ প্রক্রিয়া বর্ণনা করো।

৪। পোস্ট লার্ভার খাদ্য সম্পর্কে বিশদভাবে বর্ণনা করো।

৫। হ্যাচারির দৈনন্দিন পরিচর্যা বর্ণনা করো।

৬। হ্যাচারিতে বাগদা চিংড়ির কী কী রোগ হয় এবং তার প্রতিকার সম্পর্কে লেখ। 

৭। হ্যাচারির পানি ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো।

Content added By
Promotion