অনুশীলনী

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - ইসলাম শিক্ষা - আদর্শ জীবনচরিত | NCTB BOOK
395
Summary

নিবন্ধের সারাংশ:

এই প্রশ্নপত্রে ইসলামের জানালা দিয়ে ইতিহাস এবং নৈতিক শিক্ষা তুলে ধরা হয়েছে। এতে হযরত (আ.)-এর বিভিন্ন জীবনধারা এবং চরিত্র বিশ্লেষিত হয়েছে। যথাক্রমে:

  1. হযরত ইউসুফ (আ.)-এর ভাইয়ের নাম বিন ইয়ামিন (আ.)।
  2. হযরত ইসমাঈল (আ.)-কে কুরবানির জন্য অলঙ্কারিক পরীক্ষা হিসেবে পিতা ইবরাহিম (আ.)-এর আনুগত্য এবং পুত্রের আনুগত্য পরীক্ষার নির্দেশ ছিল।

একটি প্রসঙ্গ দেওয়া হয়েছে জালাল মিয়া নিয়ে, যিনি ধর্মীয় ও সমাজকল্যাণমূলক কাজে আত্মনিবেদিত ছিলেন। জালাল মিয়া স্থানীয় মসজিদ নির্মাণে সাহায্য করলেও মোড়লের শত্রুতার শিকার হন, কিন্তু তিনি তার কার্যক্রম চালিয়ে যান।

  1. জালাল মিয়ার কাজে হযরত আবু বকর (রা.)-এর চরিত্র ফুটে উঠেছে।
  2. জালাল মিয়ার কাজের ফলে সমাজ উপকৃত হয় এবং আল্লাহ খুশী হন।

সৃজনশীল প্রশ্নে উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে:

  1. গ্রামের মধ্যে বিবাদ সমাধানে সেলিম মিয়ার ভূমিকা এবং মহানবী (স:) এর শিক্ষা অনুসরণ।
  2. জাহিদ সাহেবের মহানুভবতা এবং স্থানীয় সংঘর্ষ নিরসনে উদ্বুদ্ধ হওয়া।

প্রশ্নপত্রে ইসলামের নৈতিক শিক্ষা এবং সাহাবীদের চরিত্র তুলে ধরা হয়েছে, যা বর্তমান সমাজে শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করবে।

বহুনির্বাচনি প্রশ্ন

১. হযরত ইউসুফ (আ.)-এর সহোদর ভাইয়ের নাম কী?

ক. ইসমাঈল (আ.)
খ. বিন ইয়ামিন (আ.)
গ. খালিদ বিন ওয়ালিদ (র)
ঘ. ইউনুছ (আ.)

২. হযরত ইসমাঈল (আ.)-কে কুরবানির জন্য আল্লাহর নির্দেশ ছিল -
i. পিতা ইবরাহিম (আ.)-এর আনুগত্য পরীক্ষা
ii. পুত্র ইসমাঈল (আ.)-এর আনুগত্য পরীক্ষা
iii. কুরবানি ওয়াজিব করার জন্য
নিচের কোনটি সঠিক?

ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. ii ও iii

অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
প্রবাসী জালাল মিয়া উদার হস্তে দান করেন এবং এলাকায় কয়েকটি মসজিদ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এতে এলাকার মোড়ল তার উপর ক্ষিপ্ত হয়ে একদল দুষ্কৃতিকারী লেলিয়ে দেয় এবং তারা তাকে অপমানিত করে। তারপরও জালাল মিয়া নিরুৎসাহিত না হয়ে তার জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখেন ।

৩. জালাল মিয়ার কাজে মূলত কোন খলিফার চরিত্র ফুটে উঠেছে?

ক. হযরত আবু বকর (রা.)-এর
খ. হযরত উমর (রা.)-এর
গ. হযরত উসমান (রা.)-এর
ঘ. হযরত আলি (রা.)-এর]

৪. জালাল মিয়ার কাজের ফলে
i. আল্লাহ খুশী হন
ii. সমাজ উপকৃত হয়
iii. নিজে ক্ষতিগ্রস্ত হয়
নিচের কোনটি সঠিক?

ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. ii ও iii

সৃজনশীল প্রশ্ন

১। পাশাপাশি অবস্থিত দুই গ্রামের অধিবাসীদের মধ্যে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাদের সৃষ্টি হয়। বিবাদের চরম পর্যায়ে পার্শ্ববর্তী গ্রামের সেলিম মিয়ার মধ্যস্থতায় উভয় গ্রামের কয়েকজন প্রতিনিধিকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে কয়েকটি শর্ত সাপেক্ষে একটি সমঝোতা চুক্তি করা হয়। এতে উভয় গ্রামের মানুষ নিশ্চিত সংঘর্ষ থেকে মুক্তি পায়। চুক্তি সম্পাদনের পর সেলিম মিয়া সবার উদ্দেশ্যে বলেন, মহানবী (স:) এর জীবনী অনুসরণ করেই আমরা শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারি।

(ক) হযরত ইসমাঈল (আ:) এর উপাধি কী ছিল?
(খ) মহানবী (স:) মদিনায় হিজরত করলেন কেন? ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকের সমঝোতা চুক্তিটি মহানবী (স:) এর কোন চুক্তির সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা কর।
(ঘ) সেলিম মিয়ার শেষ উক্তিটি পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন কর।

২। প্রাচুর্য আর ধন-সম্পদ জাহিদ সাহেবকে অহংকারী করেনি, বরং তিনি খাঁটি মুমিন। মুমিন হওয়ার কারণে গ্রামের অন্যান্য লোকজন তাকে বিভিন্নভাবে কষ্ট দিত। তারপরও গ্রামে দুর্ভিক্ষ দেখা দিলে তিনি খাদ্য বিতরণ করে সবাইকে সাহায্য করেন। গ্রামে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মারামারি বেঁধে গেলে জাহিদ সাহেব স্থানীয় গণ্যমান্য লোকদের সহযোগিতায় বিষয়টি মীমাংসা করেন এবং গ্রামবাসীদেরকে লক্ষ্য করে বলেন, সমাজে আমরা সবাই ভাই ভাই হিসেবে শান্তিতে বসবাস করতে চাই। এজন্য সবার প্রতি ক্ষমা, ভালবাসা ও দয়াশীল হতে হবে।

(ক) হযরত ফাতিমা (রা:) কী উপাধিতে ভূষিত ছিলেন?
(খ) হযরত ইউসুফ (আ:) তাঁর ভাইদের ক্ষমা করে দিয়েছিলেন কেন? ব্যাখ্যা কর।
(গ) জাহিদ সাহেবের আচরণে তৃতীয় খলিফার যে চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
(ঘ) জাহিদ সাহেবের সর্বশেষ উক্তিটি কোন খলিফার উক্তির সাথে সাদৃশ্যপূর্ণ পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...