জীববিজ্ঞান (নতুন সংস্করণ)

অনুশীলনী

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - জীববিজ্ঞান (নতুন সংস্করণ) - কোষ বিভাজন | NCTB BOOK

১. কোষ বিভাজন কী? 

২. সমীকরণিক কোষ বিভাজন কাকে বলে?

 

১. মাইটোসিসেস বিভিন্ন পর্যায়সমূহ চিহ্নিত চিত্রসহ বর্ণনা কর। 

২. মাইটোসিস প্রক্রিয়ার গুরুত্ব আলোচনা কর।

১. কোন ধাপে নিউক্লিয়াসটি আকারে বড় হয়?

 ক. প্রোফেজ     খ. মেটাফেজ

 গ. এনাফেজ     ঘ. টেলোফেজ

২. মিয়োসিসেস কারণে কোষে- 

i . ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন ঘটে

 ii. হ্যাপ্লয়েড সংখ্যক গ্যামেট তৈরি হয় 

iii. গুণাগুণের স্থিতিশীলতা বজায় থাকে 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. ii ও iii 

গ. i ও iii     ঘ. i, ii ও iii 

 

পাশের চিত্রের আলোকে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

৩.A চিত্রের কোষ বিভাজনে- 

i . মাতৃকোষ ও নতুন সৃষ্ট কোষ সমগুণ সম্পন্ন থাকে 

ii. নতুন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক থাকে 

iii. ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. ii ও iii 

গ. i ও iii     ঘ. i, ii ও iii 

৪. B চিত্রের বিভাজনটি এ থেকে ব্যতিক্রম কারণ, এর ফলে-

 ক. অপত্য জীবে ক্রোমোজোমের সংখ্যা ঠিক থাকে   খ. ক্রোমোজোমের সংখ্যা বেড়ে যায় 

গ. অস্বাভাবিক কোষ সৃষ্টি হয়                                       ঘ. দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটে

 

 

ক. মাইটোসিস কোথায় ঘটে? 

খ. মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন বুঝিয়ে লেখ? 

গ. উদ্দীপকের ৪ ধাপটিতে কী ধরনের পরিবর্তন ঘটে ব্যাখ্যা কর। 

ঘ. উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে জীবে কী সমস্যা হতে পারে বিশ্লেষণ কর।

আরও দেখুন...

Promotion