অনুশীলনী

এসএসসি(ভোকেশনাল) - ফ্রুট এন্ড ভেজিটেবল কাল্টিভেশন-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

এক কথায় উত্তর 

১. চৈতালী ঝিঙা বাংলাদেশের কোন অঞ্চলে চাষ হয় ? 

২. ঝিঙা উঠানোর পর কতদিন রাখলে স্বাভাবিক রঙ নষ্ট হয়ে যায়? 

৩. বীজ রোপণের কতদিনের মধ্যে চিচিংগার ফল ধারণ করে ? 

৪. পটল চাষের জন্য জমি কয়ভাগে তৈরি করা যায়? 

৫. পটলের বীজের গাছে শতকরা কতভাগ পুরুষ জাতের গাছ হয় ? 

৬. পটল চাষে ব্যবহৃত গাছ কত প্রকারের হয়?

সংক্ষিপ্ত প্রশ্ন 

১. পটল চাষে বীজ ব্যবহারের সমস্যা ও মুড়ি ফসল সম্পর্কে ব্যাখ্যা কর। 

২. ঝিঙা চাষে পোকা ও রোগ দমন সম্পর্কে বর্ণনা কর। 

৩. চিচিঙা চাষে জমি তৈরি ও সার প্রয়োগ সম্পর্কে বর্ণনা কর। 

৪. পটল চাষে সার প্রয়োগ ও চারা রোপণ এবং অন্তবর্তী পরিচর্যা সম্পর্কে আলোচনা কর। 

৫. করলা চাষে শূন্যস্থান পূরণ ও বাউনি দেয়া সম্পর্কে ব্যাখ্যা দাও । 

রচনামূলক প্রশ্ন 

১. পটল চাষে সার প্রয়োগ, রোপণ কৌশল ও পোকামাকড় দমন সম্পর্কে বর্ণনা কর। 

২. করলা চাষে চারা রোপণ ও অন্তবর্তী পরিচর্যা, পোকামাকড় ও রোগ দমন এবং ফসল সংগ্রহ ও বাজারজাতকরণ সম্পর্কে বর্ণনা কর।

Content added By
Promotion