বহুনির্বাচনি প্রশ্ন
১. কোনো ব্যক্তির মাদকাসক্তি নিরাময়ের জন্য কোনটি বেশি প্রয়োজন?
ক. পড়ালেখায় মনোযোগী করা
খ. বেড়াতে নিয়ে যাওয়া
গ. ভাল আচরণ করা
ঘ. খেলাধুলায় অন্তর্ভুক্ত করা
২. কোনটি মাদকদ্রব্য নয়?
ক. চরস
খ. মারিজুয়ানা
গ. ক্যাফেইন
ঘ. প্যাথেড্রিন
৩. মাদকাসক্ত ব্যক্তির মাদকের অভাবে কোনটি ঘটে?
ক. খাবারের অরুচি হয়
খ. ক্ষুধা বৃদ্ধি পায়
গ. বন্ধু বান্ধবকে এড়িয়ে চলা
ঘ. খাবারের চাহিদা হ্রাস
৪. তামাক ও তামাক জাতীয় মাদকদ্রব্য গ্রহণের ফলে কোনটি হতে পারে?
ক. সর্দি-কাশি
খ. ইনফ্লুয়েঞ্জা
গ. হার্ট এটাক
ঘ. ডায়াবেটিস
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও।
রাতুল ইদানিং প্রায়ই দেরি করে বাড়ি ফিরে। বাড়িতে এসে নিজের ঘরে চলে যায় এবং অন্যদের সাথে কথা বলে না। তাছাড়া পরিমিত ও নিয়মিত খাওয়া দাওয়া করে না। বাবা- মা রাতুলের এই পরিবর্তনে ভীষণভাবে চিন্তিত।
৫. রাতুলের এ ধরনের পরিবর্তনের কারণ কী হতে পারে?
ক. অতিরিক্ত পড়ার চাপ
খ. বয়ঃসন্ধিকাল
গ. মাদক দ্রব্য গ্রহণ
ঘ. শিক্ষকের বকাঝকা খাওয়া
৬. রাতুলের এ অবস্থার প্রতিরোধে প্রধান ভূমিকা রাখতে পারে-
i. পারিবারিক উদ্যোগ
ii. বিদ্যালয়ের কর্মসূচি
iii. বন্ধুবান্ধবের সহযোগিতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭ নং প্রশ্নের উত্তর দাও।
পি. এল স্কুলের দেয়ালে লেখা ছিল 'মাদকাসক্তি একটি সর্বনাশা ব্যাধি'।
৭. দেয়াল লিখনটির মূল কথা-
i. মাদক গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
ii. মাদক গ্রহণ রোধে সচেতনতা
মাদক গ্রহণ নিষিদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৮. বিনা কারণে তোমার কোনো বন্ধু তোমাকে ট্যাবলেট খেতে দিলে তুমি-
i. সরাসরি তা প্রত্যাখ্যান করবে
ii. তোমার বন্ধুকে বুঝিয়ে না বলবে
এসব থেকে বিরত থাকার চেষ্টা করবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদ পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও।
সৌরভ ও তার কয়েকজন সহপাঠী সমাজে মাদকাসক্তি প্রতিরোধে একসাথে কাজ করে। মাদক সেবন প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান, প্রচার মাধ্যম ও র্যালীতে তারা প্রতিনিয়ত বিশেষ ভূমিকা রেখে চলেছে। তারা মনে করে সমাজ একদিন মাদকমুক্ত হবেই।
৯. সৌরভ মূলত মাদকসেবীদের জন্য কী সৃষ্টি করতে চাচ্ছে?
ক. বন্ধুদের সুদৃঢ়তা
খ. সচেতনতা বৃদ্ধি
গ. সুনাগরিকতা বোধ
ঘ. সম্প্রীতি ও সৌহার্দ্য
১০. সৌরভের আশাবাদের পূর্ণতায় সমাজ উপকৃত হতে পারে-
i. কর্মক্ষম যুবসমাজ সৃষ্টি করে
ii. অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির মাধ্যমে
iii. নিজের অর্থনৈতিক সুবিধা লাভ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
Read more