অনুশীলনী

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - প্রাথমিক গণিত - সময় | | NCTB BOOK
34
34

নিচের মাসগুলোর দিন সংখ্যা লেখ:

(১) শ্রাবণ (২) ভাদ্র (৩) অগ্রহায়ণ (৪) চৈত্র (৫) এপ্রিল (৬) জুলাই (৭) আগস্ট (৮) ডিসেম্বর

২. ক্যালেন্ডার সম্পর্কিত নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: 

(১) ২৫এ বৈশাখ এর ২০ দিন পরের তারিখটি কী? 

(২) ২৫এ জুন এর ৪৯ দিন পরের তারিখটি কী? 

(৩) যদি ৩রা মে মঙ্গলবার হয় তবে ৩১এ মে কী বার? 

(৪) যদি ১লা অক্টোবর শনিবার হয় তবে ৩১এ অক্টোবর কী বার?

৩. নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাসে কত দিন ছিল? 

(১) ১২০০ (২) ১৬৯২ (৩) ২০১০

৪. ২০১৬ সালটি অধিবর্ষ ছিল। ১লা জানুয়ারি ২০১৬ শুক্রবার হলে, ৩১এ ডিসেম্বর ২০১৬ কী বার ছিল?

৫. নিচের সালগুলো কোন শতাব্দীর:

(১) ১০৮ (২) ১০১৫ (৩) ২০০১

৬. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও (ধরি, ১ মাস= ৩০ দিন)

(ক) ১০ বছরকে দিনে প্রকাশ কর। 

(খ) ১০০০ ঘণ্টাকে মাস, দিন এবং ঘণ্টায় প্রকাশ কর।

৭. নিচের ১২ ঘণ্টা সময়সূচিতে লেখা সময়কে ২৪ ঘণ্টা সময়সূচিতে প্রকাশ কর : 

(১) অপরাহ্ণ ৩:০০ (২) অপরাহ্ণ ১১:৪২ (৩) পূর্বাহ্ণ ০:২০ (৪) পূর্বাহ্ণ ১২:০০

৮. নিচের ২৪ ঘণ্টা সময়সূচিতে লেখা সময়কে ১২ ঘণ্টা সময়সূচিতে প্রকাশ কর: 

(১) ০২:০৪ (২) ১৫:৩৪ (৩) ২৪:০০ (৪) ২১:১৩

৯. একটি ট্রেন কোনো শহর ১১:৫০ এ ত্যাগ করে ১৫:২৫ এ গন্তব্যে পৌঁছায়। ট্রেনটির কত ঘণ্টা এবং কত মিনিট সময় লাগলো?

Content added By
Promotion