অনুশীলনী

পঞ্চম শ্রেণি (ইবতেদায়ী) - বিজ্ঞান - আমাদের জীবনে তথ্য | NCTB BOOK

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন :

১) তিনটি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম লেখ । 

২) কোন প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায় ? 

৩) তথ্য কেন গুরুত্বপূর্ণ ? 

8) ইন্টারনেট কী ? 

৫) বাংলাদেশে ব্যবহৃত তিনটি “Search engine” এর নাম লেখ ৷

৬) এ ব্লকটি কোথা থেকে নিতে হয়?

৭) দুইটি সংখ্যার মধ্যে ছোট-বড় নির্ণয় করার জন্য কয়টি ভ্যারিয়েবল প্রয়োজন হয়? 

৮)‘হ্যালো' শব্দের পরিবর্তে ছোট-বড় সংখ্যা নির্ণয়ে কী লিখতে হয়?

 

বর্ণনামূলক প্রশ্ন :

১) “বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে” এই তথ্যটি তুমি টেলিভিশন থেকে পেলে। এখন তুমি কী করবে ?

২) কীভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করব তা বর্ণনা কর । 

৩) কেন তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে ?

8) তথ্য বিনিময় না করলে কী হতে পারে ব্যাখ্যা কর। 

৫) তোমার একজন বন্ধু জাপানে থাকে। তুমি তার সাথে তথ্য বিনিময় করতে চাও । কোন কোন উপায়ে তুমি তার সাথে তথ্য বিনিময় করতে পার? এর জন্য তোমার কী কী প্রযুক্তির দরকার হবে ? লেখ।

 

কম্পিউটারে চেষ্টা করি

ক. প্রোগ্রাম তৈরি: 

১) একটি নতুন স্ক্র্যাচ উইন্ডো খোল । 

২) দৃশ্যপট হিসাবে একটি সবুজ মাঠ যুক্ত কর । 

৩) স্প্রাইট হিসাবে একটি প্রজাপতি যুক্ত কর । 

৪) বিভিন্ন ব্লক-কোড ব্যবহার করে প্রজাপতিটিকে উড়াও । 

৫) তোমার অ্যানিমেশনে উপযুক্ত শব্দ যুক্ত কর। 

খ. ছোট সংখ্যা নির্ণয়: 

১) ছোট সংখ্যা নির্ণয় করার জন্য স্ক্র্যাচে একটি প্রোগ্রাম তৈরি কর ।

Content added || updated By

আরও দেখুন...

Promotion

Promotion