অনুশীলনী

এসএসসি(ভোকেশনাল) - ফ্রুট এন্ড ভেজিটেবল কাল্টিভেশন-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

এক কথায় উত্তর 

১. তাসাকিসান কী সবজির জাত ? 

২. মূলা চাষে কোন সার মৌল হিসেবে না দিলে মূলার গায়ে শেকড় বেশি হয় ? 

৩. মূলার বীজের মান ঠিক রাখার জন্য কত মিটারের মধ্যে অন্য জাত চাষ করা উচিত নয়? 

৪. কোন জাতের মূলা ৬০-৬৫ দিনের মধ্যে না উঠালে ভেতরে ফাঁপা হয়ে যায় ? 

৫. পিংকি কুইন কোন শাকের জাত ? 

৬. লালশাক ছিটিয়ে বপন করলে ১ হেক্টরে কত কেজি বীজ লাগে? 

৭. ডাঁটাশাকের একটা জাতের নাম লেখ। 

৮. ডাঁটাশাকের বীজ গজাতে কতদিন সময় লাগে ?

৯. পালংশাক কয় জাতের পাওয়া যায়?

১০. গ্রীষ্মকালে পালংশাক চাষের কী সুবিধা থাকা প্রয়োজন ?

সংক্ষিত প্রশ্ন 

১. মূলা চাষের জমি তৈরি সম্পর্কে লেখ। 

২. মূলার বীজ উৎপাদনের কৌশল সম্পর্কে বর্ণনা কর । 

৩. মূলার জাব ও বিছা পোকার দমন ব্যবস্থা বর্ণনা কর । 

৪. লালশাক চাষের জন্য হেক্টরপ্রতি সারের পরিমাণ উল্লেখ কর । 

৫. ডাঁটাশাকের কয়েকটি জাতের নামসহ বীজ বপন ও রোপণ সময় সম্পর্কে বর্ণনা কর।

রচনামূলক প্রশ্ন 

১. মূলার চাষ পদ্ধতি আলোচনা কর । 

২. লালশাকের জাতসহ জমি তৈরি ও সার প্রয়োগ সম্পর্কে বর্ণনা কর । 

৩. ডাঁটা শাকের বীজ বপন, পরিচর্যাসহ রোগ ও পোকামাকড় দমন সম্পর্কে বর্ণনা কর।

Content added || updated By
Promotion