অনুশীলনী

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - ইসলাম ও নৈতিক শিক্ষা - মহানবি (স)-এর জীবনাদর্শ ও অন্যান্য নবিগণের পরিচয় | | NCTB BOOK
24
24

শূন্যস্থান পূরণ কর:

১. হযরত মুহাম্মদ (স) ___ বংশে জন্মগ্রহণ করেন।

২. ফিজার ___ গ্রোত্র কুরাইশদের ওপর চাপিয়ে দিয়েছিল।

৩. ___ পর্বতের গুহায় হযরত মুহাম্মদ (স) ধ্যান মগ্ন থাকতেন ৷

৪. হিজরতের সময় মহানবি (স) ___ পাহাড়ের গুহায় আশ্রয় নেন ৷

৫. মদিনা সনদে ___ টি ধারা ছিল।

৬. আল্লাহর কোন ___ নেই ৷

৭. হযরত নূহ (আ) আল্লাহর নির্দেশে এক বিরাট ___ তৈরি করলেন।

৮. হযরত ইবরাহীম (আ)-এর আমলে সেখানকার বাদশাহ ছিলেন ___।

৯. হযরত দাউদ (আ) শৈশবে ___ চরাতেন।

১০. হযরত ঈসা (আ) আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে ___ করতেন।

 

বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলো মিলাও:

          বাম পাশ                                                 ডান পাশ

মহানবি (স)-এর পিতা                                আব্দুল মুত্তালিব

মহানবি (স)- এর মাতা                                    হালিমা

মহানবি (স) –এর দাদা                                 আবু তালিব

মহানবি (স) –এর চাচা                                    আব্দুল্লাহ

মহানবি (স)-এর দুধমা                                     আমিনা

হযরত আদম (আ)-এর সঙ্গীর নাম                  থামল

নৌকা জুদি পাহাড়ে এসে হযরত                    মরিয়ম (আ)

হযরত দাউদ (আ) বাদশাহ তালুতের              হযরত হাওয়া (আ)

হযরত ঈসা (আ) এর আম্মার নাম                 সেনাপতি ছিলেন

 

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন :

১. পাদ্রি বহিরা হযরত মুহাম্মদ (স) সম্বদ্ধে কী মন্তব্য করেছিলেন? 

২. হযরত মুহাম্মদ(স)-এর গঠিত সংঘের নাম কী ? 

৩. হাজরে আসওয়াদ কোথায় স্থাপন করা হয়েছিল? 

৪. মহানবি (স) প্রথমে কাদের মধ্যে ইসলাম প্রচার করেন? 

৫. আনসার কারা? 

৬. মুহাজির কাদের বলে? 

৭. বদর যুদ্ধের কারণ কী? 

৮. মদিনা সনদ কী? 

৯. হুদাইবিয়ার সন্ধি কী ? 

১০. বিদায় হজ কাকে বলে? 

১১. পৃথিবীর আদি মানব কে ছিলেন ? 

১২. হযরত নূহ (আ)-এর সময় কী আজাব এসেছিল? 

১৩. ইবরাহীম (আ) কোথায় জন্মগ্রহণ করেন ? 

১৪. হযরত দাউদ (আ)-এর ওপর কোন কিতাব নাজিল হয় ? 

১৫. হযরত দাউদ (আ)-এর বীরত্বের উদাহরণ দাও ।

১৬. হযরত ঈসা (আ)-এর মোজেযা উল্লেখ কর। 

১৭. হযরত ঈসা (আ) বর্তমানে কোথায় জীবিত আছেন? 

১৮. আল্লাহর হুকুমে হযরত সুলায়মান (আ)-এর অধীনে কী কী ছিল ?

 

বর্ণনামূলক প্রশ্ন:

১. হযরত মুহাম্মদ (স)-এর জন্ম ও বংশ পরিচয় দাও। 

২. হযরত মুহাম্মদ (স)-এর জন্মের সময় আরবের অবস্থা কেমন ছিল ? 

৩. শান্তি সংঘের উদ্দেশ্যগুলো কী কী? 

৪. হযরত মুহাম্মদ (স)-এর নবুয়ত লাভের ঘটনা সংক্ষেপে লেখ । 

৫. নবুয়ত লাভের পর মহানবি (স) কী কী শিক্ষা দিলেন? 

৬. মদিনা সনদ কী? এর কয়েকটি ধারা উল্লেখ কর। 

৭. বদর যুদ্ধের ফলাফল বর্ণনা কর। 

৮. মক্কা বিজয় ও রাসুল (স)-এর অপূর্ব ক্ষমার দৃষ্টান্ত বর্ণনা কর। 

৯. বিদায় হজে মহানবি (স) যে ভাষণ দিয়েছিলেন তা সংক্ষেপে লেখ ৷ 

১০. কুরআন মজিদে উল্লিখিত ১০ জন নবির নাম লেখ ৷ 

১১. আল্লাহ ফেরেশতাদের কী আদেশ দিলেন? 

১২. হযরত নূহ (আ) মানুষকে কী কী বললেন ? 

১৩. হযরত ইবরাহীম (আ) অগ্নিকুণ্ডে কীভাবে অক্ষত থাকেন ? 

১৪. হযরত দাউদ (আ)-এর ন্যায়পরায়ণতা ও সুশাসন সম্পর্কে লেখ । 

১৫. হযরত ঈসা (আ) সেখানকার লোকদের কী কী উপদেশ দিলেন?

 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

৫৭০ খ্রিষ্টাব্দে
৬১০ খ্রিষ্টাব্দে
৬২২ খ্রিষ্টাব্দে
৬৩২ খ্রিষ্টাব্দে
Promotion