অনুশীলনী

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - ইসলাম ও নৈতিক শিক্ষা - আখলাক বা চরিত্র ও নৈতিক মূল্যবোধ | NCTB BOOK

শূন্যস্থান পূরণ কর:

১) যার আচরণ ভালো সে সকলের সাথে ভালো ___ করে।

২) মানুষ আল্লাহর সকল সৃষ্টির প্রতি ___ দেখাবে।

৩) দেশপ্রেম ___ অঙ্গ।

৪) হিজরতের সময় মহানবি (স) তাঁর জন্মভূমি ___ অত্যন্ত কষ্ট পেয়েছিলেন।

৫) সততা মানুষকে ___ দেয়।

৬) মায়ের ___ নিচে সন্তানের জান্নাত ৷

৭) চেষ্টা ও শ্রম ___ চাবিকাঠি  ৷

 

বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলো মিলাও :

বামডান

১) তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক, যার চরিত্র

২) যে ব্যক্তি মানুষের প্রতি দয়া দেখায় না আল্লাহ তার প্রতি

৩) আমাদের জন্মভূমির নাম

৪) যে ক্ষমা করল তার জন্য আল্লাহর কাছে

৫) আমরা সকলে ডাষ্টবিনে

৬) তোমরা ভালো কাজে একে অপরকে

দয়া দেখান না

পুরস্কার রয়েছে

ময়লা ফেলব

সহযোগিতা করবে

সবচেয়ে সুন্দর

বাংলাদেশ

 

সংক্ষিপ্ত উত্তর-প্রশ্ন:

১. মহানবি (স) সুন্দর চরিত্র সম্পর্কে কী বলেছেন? 

২. ‘সৃষ্টির সেবা’ কাকে বলে ? 

৩. মহানবি (স) মক্কাবাসীদের কিসের আহ্বান জানিয়েছিলেন?

8. ক্ষমাশীল ব্যক্তি কে? 

৫. মন্দ কাজ কাকে বলে? 

৬. যার মধ্যে সততা আছে, তাকে কী বলে? 

৭. আমরা পিতা-মাতার সাথে কীরূপ ব্যবহার করব? 

৮. আমরা পিতা-মাতার জন্য কী বলে দোয়া করব? 

৯. আমরা বাসার কাজের লোকদের সাথে কীরূপ ব্যবহার করব? 

১০. মহানবি (স) শ্রমিকদের পারিশ্রমিক সম্পর্কে কী বলেছেন? 

১১. মানব জাতির আদিপিতা ও আদিমাতা কে কে ছিলেন? 

১২. প্রাকৃতিক পরিবেশ কাকে বলে?

 

বর্ণনামূলক প্রশ্ন:

১. আমরা কোন কোন মন্দ আচরণ থেকে দূরে থাকব?

২.  আমরা কীভাবে মানুষের সেবা করব? 

৩. কী কী উপায়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়? 

8. মহানবি (স) এর জীবনের ক্ষমার একটি আদর্শ কাহিনী উল্লেখ কর । 

৫. আমরা ভালো কাজে কীভাবে সাহায্য করব? 

৬. মন্দ কাজ সম্পর্কে মহানবি (স) কী বলেছেন ? 

৭. হযরত উমর (রা)-এর সততার পরিচয় দাও ৷ 

৮. আমরা পিতা-মাতার খিদমত করব কেন ? 

৯. মহানবি (স) গৃহকর্মীদের সম্পর্কে কী বলেছেন? 

১০. প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য আমরা কী কী কৌশল অবলম্বন করব?

Content added By
দেশের গান করা
দেশে বাস করা
দেশকে দেখা
দেশকে ভালোবাসা ।

আরও দেখুন...

Promotion

Promotion