১. কোষ কাকে বলে?
২. প্লাস্টিডের কাজগুলো কী কী?
৩. টিস্যু ও অঙ্গের মধ্যে সম্পর্ক দেখাও।
৪. অন্তঃক্ষরা গ্রন্থির গুরুত্ব কী?
৫. কোষের শক্তিঘর কাকে বলে?
৬. রঞ্জের কাজ কী?
১. চিত্রসহ মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা কর।
২. বিভিন্ন ধরনের সরল কলার গঠন এবং কাজের তুলনামূলক আলোচনা কর।
৩. বিভিন্ন ধরনের প্রাণিকলার গঠন এবং কাজ আলোচনা কর।
১. লাইসোজোমের কাজ কোনটি?
ক. খাদ্য তৈরি খ. শক্তি উৎপাদন
গ. জীবাণু ভক্ষণ ঘ. আমিষ সংশ্লেষণ
২. অ্যামিবা একটি প্রাণিকোষ, কারণ এর-
1. কেন্দ্রিকার গঠন সুসম্পূর্ণ
ii. বর্ণ গঠনকারী অঙ্গ আছে
iii. কোষঝিল্লি দেখা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। রোহিত গ্রামের বাড়িতে যাওয়ার সময় দেখল একজন লোক পাটগাছ থেকে আঁশ ছাড়াচ্ছে।
৩. উদ্দীপকের সংগৃহীত অংশটিতে কোন ধরনের টিস্যু বিদ্যমান?
ক. প্যারেনকাইমা খ. কোলেনকাইমা
গ. ক্লোরেনকাইমা ঘ. স্ক্লেরেনকাইমা
৪. উদ্দীপকের সংগৃহীত অংশের টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে-
i. কোষপ্রাচীর লিগনিনযুক্ত
ii. কোষপ্রাচীরের পুরুত্ব অসমান
iii. কোষে প্রোটোপ্লাজম অনুপস্থিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১.
(ক) প্লাজমালেমা কী?
(খ) প্লাস্টিডকে বর্ণপঠনকারী অঙ্গ বলা হয় কেন?
(গ) জীবজগতের জন্য N চিহ্নিত অংশটি গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
(ঘ) M চিহ্নিত অংশটির অনুপস্থিতিতে জীবদেহে কী ধরনের সমস্যা দেখা দিবে তা বিশ্লেষণ কর।
২.
ক. পেশি টিস্যু কী?
খ. স্কেলিটাল টিস্যু কীভাবে মস্তিষ্ককে রক্ষা করে?
গ. চিত্রের চিহ্নিত অংশটির ঐরূপ অবস্থানের কারণ ব্যাখ্যা কর।
ঘ. চিত্র A ও B-এর মধ্যে একটি পরিবহন কাজ ছাড়াও অন্যান্য জৈবিক কাজে কীভাবে ভূমিকা রাখে যুক্তিসহ ব্যাখ্যা কর।
আরও দেখুন...