অফসেট সেকশন করার দক্ষতা অর্জন

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
1

পারদর্শিতার মানদন্ড :

১. স্বাস্থ বিধি মেনে ব্যাক্তিগত নিরাপত্তা পোষাক (পিপিই) পরিধান করা; 

২. প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা; 

৩. কাজের প্রয়োজন অনুযায়ী টুল্স, মেটেরিয়ালস ও ইকুইপমেন্ট সংগ্রহ ও প্রস্তুত করা; 

৪. ড্রয়িং করার নিমিত্তে ড্রয়িং শীট প্রস্তুত করা; 

৫. প্রদত্ত ড্রয়িং কাজের প্রস্তুতি গ্রহন করা; 

৬. প্রদত্ত ড্রয়িং অনুসারে কাজের ধাপ অনুসরন করে অফসেট সেকশান ড্রয়িং সম্পন্ন করা; 

৭. কাজ শেষে কাজের স্থান ও যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং চেক লিষ্ট অনুযায়ী যথা স্থানে সংরক্ষন করা;

 

ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (PPE):

 

প্রয়োজনীয় যন্ত্রপাতি (Required Equipment):

অফসেট সেকশন ড্রয়িং

 

অফসেট সেকশন ড্রয়িং করার ধাপ:

১. প্রয়োজনীয় পিপিই নির্বাচন করে সংগ্রহ করব এবং পরিধান করবো। 

২. সঠিক সাইজের ড্রয়িং শীট নির্বাচন করব এবং মাপ অনুযায়ী বডার লাইন টানবো । 

৩. প্রথমে থ্রি-ডি বা আইসোমেট্রিক ড্রয়িং হতে যন্ত্রাংটির টপ ভিউ অঞ্চল করবো। 

৪. এর পর বস্তুর যে অংশের অফসেট সেকশন ড্রয়িং করতে হবে সে অংশ বরাবর টপ ভিউর উপর চিত্রানুযায়ী সুবিধামত কাটিং প্লেনলাইন অঙ্কন করবো। 

৫. এখন কাটিং প্লেনলাইন বরাবর বস্তুটিকে কাটলে যেমন দেখায় ঠিক তেমন করে অফসেট সেকশন ভিউ অকহন করবো। 

৬. বস্তুর কন্ঠিতঅংশে মেটেরিয়ালস অনুযায়ী হ্যাচ লাইন যুক্ত করবো। 

৭. বস্তুর যে সকল অংশে হোল/ ছিদ্র ছিল, সে অংশে খালি থাকবে অর্থাৎ কোন হ্যাচ লাইন রাখবো না। 

৮. বস্তুর কোন অংশে সিলিজিক্যাল অংশ থাকলে সেখানে অবশ্যই সেন্টার লাইন ব্যবহার করবো। 

৯. অংকন মেজারমেন্ট অনুযায়ী করা হলে ডাইমেনশন লাইন দিবো। 

১০. ড্রয়িং করার সময় কোন স্কেলিং ব্যবহার হলে সেটির অনুপাত ড্রয়িং এ উল্লেখ করবো। 

১১. কাজ শেষে সঞ্জাম সমূহ পরিষ্কার করে যথা স্থানে সংরক্ষন করবো।

 

সতর্কতাঃ

১. কাজের সময় মাস্ক ব্যবহার করবো। 

২. সঠিক নিয়মে টেবিলে ড্রয়িং শীট স্থাপন করবো। 

৩. ড্রয়িং করার স্থানে পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা করে নিবো। 

৪. সঠিক পরিমাপ বজায় রেখে ড্রয়িং শীটে বর্ডার লাইন টানব এবং প্রয়োজন অনুযায়ী পেনসিল সার্ফ করব বা লিড পেনসিল সেট করে নিবো। 

৫. ড্রয়িং-এর একই জায়গায় বারবার দাগ টানবো না। 

৬. মাঝে মাঝে পরিষ্কার নেকরা দিয়ে হাত ও ড্রয়িং শীট পরিষ্কার করে নিবো।

 

অর্জিত দক্ষতা: অফসেট সেকশান ভিউ অংকনের দক্ষতা অর্জিত হয়েছে। যা বাস্তব কাজের ক্ষেত্রে যথাযথ ভাবে প্রয়োগ করা সম্ভব হবে।

 

Content added By
Promotion