অস্ট্রিয়া

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | NCTB BOOK
1.8k
Summary

রাষ্ট্রীয় নাম: Republic of Austria

রাজধানী: ভিয়েনা

ভাষা: জার্মান

মুদ্রা: ইউরো

অস্ট্রিয়া, যাকে ইউরোপের প্রবেশদ্বার বলা হয়, ভিয়েনার জন্য বিখ্যাত। এডলফ হিটলার এখানেই জন্মগ্রহণ করেন। অস্ট্রিয়া Classical Music এর মাতৃভূমি এবং এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে জার্মানি ছাড়া প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে। অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ও জার্মানির প্রধানমন্ত্রীর পদবী এক হলো - Chancelor। প্রথম পোস্টকার্ড অস্ট্রিয়ায় চালু হয় এবং IAEA, OPEC, UNIDO এর সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত।

  • রাষ্ট্রীয় নামঃ Republic of Austria
  • রাজধানীঃ ভিয়েনা
  • ভাষাঃ জার্মান
  • মুদ্রাঃ ইউরো

 

জেনে নিই 

  • ইউরোপের প্রবেশদ্বার বলা হয়- অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাকে।
  •  এডলফ হিটলার জন্মগ্রহণ করেন- অস্ট্রিয়ায়।
  • Classical Music এর মাতৃভূমি বলা হয়- অস্ট্রিয়াকে।
  • জার্মানি ছাড়া বিশ্বের যে দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে-অস্ট্রিয়া ।
  •  জার্মান ও অস্ট্রিয়ার প্রধানমন্ত্রীর পদের নাম- Chancelor.
  • প্রথম পোস্টকার্ড চালু হয়- অস্ট্রিয়ায়।
  • IAEA, OPEC, UNIDO এর সদর দপ্তর- ভিয়েনাতে।

 

Content added || updated By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...