অয়েল প্রেসার কাট আউট

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

অয়েল প্রেসার কাট-আউট

কম্প্রেসরের ক্র্যাঙ্ক কেইসের অয়েল প্রেসার নিয়ন্ত্রণ করার জন্য যে কাট-আউট ব্যবহৃত হয় তাকে অয়েল প্রেসার কাট-আউট বলে। ক্র্যাঙ্ককেইসের চাপ ও অয়েল পাম্পের চাপের পার্থক্যের উপর ভিত্তি করে এ কাট- আউট কাজ করে। ক্র্যাঙ্ককেস চাপ ও অয়েল পাম্পের পার্থক্যকে আপেক্ষিক ডিফারেন্সিয়্যাল চাপও বলে। অয়েল লাইনের তেলের চাপ ও ক্র্যাঙ্ককেইসের হিমায়কের চাপের সমষ্টিকে মোট লুব্রিকেশন বা অয়েল চাপ বলে।

পাম্পের নির্গমন চাপ ঐ নির্দিষ্ট (সর্ব নিম্ন) চাপের চেয়ে বেশি হলে খুব ভালো লুব্রিকেশন হয়। তাই ভালো লুব্রিকেশনের জন্য কম্প্রেসরের অয়েল পাম্পের কাট-আউট প্রেসার সাধারণত সাকশন প্রেসার থেকে কমপক্ষে ২.৫ bar বেশি হয়। সুতরাং অয়েল প্রেসার কাট-আউটের বেলায় - 

কাট-আউট প্রেসার = সাকশন প্রেসার + ২.৫ বার (bar)।

 

 

Content added By
Promotion