অয়েল প্রেসার কাট-আউটের অ্যাডজাস্টমেন্ট রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর এ্যাডজাস্টমেন্ট ইভাপোরেটরের তাপমাত্রা, রেফ্রিজারেন্টও সিস্টেমের আকারের উপর অনেকাংশে নির্ভরশীল। যেহেতু লুব্রিকেশনের জন্য অয়েল ব্যবহৃত হয় সেহেতু যথাযথ লুব্রিকেশনের উপর গুরুত্ব আরোপ কম্প্রেসরের ঘূর্ণয়মান অংশে অয়েল প্রেসার সংরক্ষণ করা হয়। কারণ কম্প্রেসরের সকল অয়েল লাইনার ও গ্যালারিতে সর্বক্ষণ পরিণত পরিমাণ জেল সরবরাহ অপরিহার্য। তাই পাম্পের নির্গম লাইনে অয়েল প্রেসার ঠিক রাখা দরকার। ক্র্যাঙ্কেজের অয়েল প্রেসার ঠিক না থাকলে পাম্পের নির্গম লাইনে ও সঠিক মাত্রায় তেল সরবরাহ সম্ভব নয়।
পরীক্ষার মাধ্যমে কম্প্রেসরের সাকশন প্রেসার রেকর্ড করা হয়। এ প্রেসারের সাথে ২.৫ পি.এস.আই যোগ করে অয়েল প্রেসার কাট-আউটে কাট প্রেসার সেট করা হয়। অরেল পাম্প কম্প্রেসরের ফ্লাই হুইলের বিপরীত দিকে অবস্থিত যার নির্গমন লাইনে একটা প্রেসার পেজ থাকে।
এ পেজের অরেল প্রেসার = সাকশন প্রেসার + কার্ট আউট ডিফারেন্সিয়াল প্রেসার।
ডিফারেন্সিয়্যাল কমপক্ষে ২.৫ বার (bar) বা প্রায় ৩৬ পি. এস. আই রাখা হয়। অয়েল প্রেসার কটি আউট একবার টিশ করলে প্রয়োজনীয় মেরামত বা সার্ভিসিং করার পর কাট-আউটের রিসেট বাটন না চাপা পর্যন্ত কাট-আউট সংযোগ দেবে না ।
সর্বনিম্ন কাট আউট প্রেসার = সাকশন প্রেসার + ২.৫ বার (bar) |
উল্লেখ্য অয়েল প্রেসার কাট-আউটের সাহায্যে মূলত কম্প্রেসর মোটরকে নিরন্ত্রণ করা হয়। কম্প্রেসরের ক্র্যাঙ্কেজের অয়েলের পরিমিত চাপ ও অরেলের অতি নিম্ন চাপ পার্থক্যের উপর নির্ভর করে এই প্রেসার কাট-আউটের কার্ট-ইন ও কাট-আউট এবং ডিফারেন্সিয়াল সংখ্যামান নির্ধারণ পূর্বক এ্যাডজাস্টিং নব বা হু ঘুরিয়ে ছেলে নির্দেশিকা বা শলাকা সেট করা হয়।
কাট- ইন-প্রেসারঃ যে চাগে সার্কিট অন থাকে ।
কাট-আউট প্রেসার যে চাপে সার্কিট অফ থাকে অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ চলে না ।
অয়েল প্রেসারকাট-আউটের সর্ব নিম্ন চাপ = সাকশন চাপ + ২.৫ বার।
Read more