অয়েল প্রেসার কাট আউটের সার্কিট

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

অয়েল প্রেসার কাট-আউটের সার্কিট 

বিভিন্ন অংশ নিয়ে অয়েল প্রেসার কাট আউট এর সার্কিট গঠিত- 

অয়েল প্রেসার কাট আউট ব্যবহৃত প্লান্টে লুব্রিকেটিং অয়েল পাম্প ব্যবহার করা হয়। প্লান্ট চলাকালীন সময়ে এ পাম্প প্রয়োজনীয় তেল ক্র্যাঙ্ককেইস হতে অয়েল প্যালারিতে প্রেরণ করে।

কোন কারণে নির্ধারিত ডিফারেন্সিয়াল চাপ কমলে তাপীয় কারণে Rest Button হিটারের কন্ট্রাক্ট পয়েন্টকে অফ করে কম্প্রেসরকে বন্ধ করে দেয়।

এ সময় টাইম ডিলে সুইচ-এর হিটার উত্তপ্ত হতে থাকে। হিটার বাই মেটালটি বা থেকে ২ মিনিটে ৭০০ সেঃ উষ্ণতায় উপনীত হলে হিটার বাই মেটালিক কন্ট্রাক্ট সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দেয় এবং মোটরকে সম্পূর্ণরূপে বন্ধ করে। আর যদি উচ্চ সময়ের (২ মিনিটের) আগে চাপ বৃদ্ধি পেয়ে নির্ধারিত পরিমাণে পৌঁছায় তখন পুনরায় মোটর চলতে শুরু করে এবং বাইমেটালের লাইন বন্ধ হয়ে যায়। মোটর সম্পূর্ণরূপে বন্ধ হলে স্বয়ংক্রিয়ভাবে চালু হয় না। অরেল পাম্প ও লাইনের যাবতীয় মেরামত করার পর চালু করতে হয়।

                                            চিত্র ২.১০: অয়েল প্রেসারকাট-আউট সার্কিট

 

Content added By
Promotion