আবহাওয়া ও জলবায়ুর উপাদান

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - প্রাথমিক বিজ্ঞান - আবহাওয়া ও জলবায়ু | NCTB BOOK
1.4k

আমরা আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন— তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘ, বৃষ্টিপাত ও বায়ুচাপ সম্পর্কে জেনেছি। আবহাওয়ার এই উপাদানগুলো জলবায়ুরও উপাদান।

প্রশ্ন : আবহাওয়ার উপাদানগুলোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে ?

কাজ : আর্দ্রতা ও বৃষ্টিপাত

কী করতে হবে :

১. নিচের ছকে ঢাকার মাসিক গড় বৃষ্টিপাত ও আর্দ্রতা লক্ষ করি। 

২. বৃষ্টিপাত ও আর্দ্রতার মধ্যে সম্পর্ক নির্ণয় করি। বর্ষাকাল ও শীতকালের অবস্থা তুলনা করি। 

৩. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি।

 মাসিক গড় বৃষ্টিপাত (মিলিমিটার)মাসিক গড় আর্দ্রতা (%)
জানুয়ারি৫৪
ফেব্রুয়ারি৩২৪৯
মার্চ৬১৪৫
এপ্রিল১৩৭৫৫
মে২৪৫৭২
জুন৩১৫৭৯
জুলাই৩২৯৭৯
আগস্ট৩৩৭৭৮
সেপ্টেম্বর২৪৮৭৮
অক্টোবর১৩৪৭২
নভেম্বর২৪৬৬
ডিসেম্বর৬৩
Content added By

সারসংক্ষেপ

358

আর্দ্রতা হলো বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ। বাতাসের জলীয়বাষ্পের পরিমাণ যত কমে, আর্দ্রতাও তত কমে। বর্ষাকালে মাসিক গড় আর্দ্রতার পরিমাণ ও মাসিক গড় বৃষ্টিপাত অন্যান্য মাসের তুলনায় বেশি। বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে। এই জলীয়বাষ্প ঠান্ডা হয়ে বৃষ্টিপাত ঘটায়। উত্তর-পূর্ব মৌসুমি বায়ু শীতকালে উত্তর দিক থেকে শুষ্ক শীতল বাতাস বয়ে আনে।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...