আবাসিক ইমারত মানুষ এখন আর শুধু আশ্রয়স্থল হিসাবেই ব্যবহার করে না আরাম-আয়েশ, দৈনন্দিন কাজকর্ম, চিত্তবিনোদন, খেলাধুলা, পারিবারিক ও পারিপার্শ্বিক মিলনস্থল ইত্যাদি হিসাবেও ব্যবহার হয়ে থাকে। কাজেই থাকা বা ঘুমানো ছাড়াও অন্যান্য অনেক কক্ষের প্রয়োজন হয়।
আবাসিক ইমারতের এরিয়াসমূহকে প্রধান তিনটি ভাগে ভাগ করা হয়। বিভিন্ন এরিয়া ও এরিয়ার অন্তর্ভুক্ত কক্ষের নামসমূহ নিম্নরূপ—
- স্লিপিং এরিয়া
- শয়ন কক্ষ বা বেডরুম (Bed Room )
- এটাচ্ড টয়লেট ও বারান্দা (Attached Toilet & Verandah)
- প্রসাধন বা ড্রেসিং রুম (Dressing Room)
- ডেন (Den) বা হবি (Hobby) রুম
- প্ৰাৰ্থনা (Pray Room)
- পাঠকক্ষ বা স্টাডি রুম (Study Room)
- লিভিং এরিয়া
- বসার ঘর (Living Room)
- খাবার ঘর (Dining Room)
- খেলাধুলা বা চিত্তবিনোদনের স্থান (Play or Recreation Room)
- পারিবারিক কক্ষ (Family Room)
- প্রবেশ কক্ষ (Entry Room, Foyer, Lobby)
- সংগীত কক্ষ (Music Room)
- লাইব্রেরি (Library)
- অভ্যর্থনা কক্ষ (Reception Room)
- অতিথি কক্ষ (Guest Room)
- গাড়ি বারান্দা বা পোর্চ, ডেক (Porch, Deck)
- পেশিও, লানাই (Patio, Lanai)
- সার্ভিস এরিয়া
- রান্নাঘর বা কিচেন ( Kitchen Room)
- উপযোগ বা ইউটিলিটি কক্ষ (Utility Room)
- লন্ড্রি রুম (Laundry Room)
- গ্যারেজ বা কারপার্টে (Garage or Carport )
- ওয়ার্কশপ এরিয়া (Workshop Area)
- ভাণ্ডার বা স্টোর (Store Room)
- সিঁড়ি (Stair case)
Read more