বাড়ছে মানুষ, ছোট হয়ে আসছে পৃথিবী। ছোট এই পৃথিবীতে নিত্য প্রতিযোগিতাপূর্ণ জীবন ও জীবিকার জন্য প্রতিনিয়ত মানুষকে নানাবিধ কাজকর্ম করতে হয়। চলাফেরা, উঠা-বসা, বিশ্রাম, ঘুম, খাওয়া ইত্যাদি দৈনন্দিন কাজে মানুষকে ব্যস্ত থাকতে হয় সারাক্ষণ। কর্মচঞ্চল এই পৃথিবীতে অত্যন্ত স্বল্প পরিসরে মানুষকে সব কিছুর জন্য জায়গা করে নিতে হয়। তাই বেছে নিতে হয়েছে বিভিন্ন অনুষঙ্গ (Accessory)। এরূপ অন্যতম অনুষঙ্গ হচ্ছে আসবাব । বাড়িতে কিংবা কর্মক্ষেত্রে সর্বত্রই আসবাব বিভিন্নভাবে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। কাজের বা ব্যবহারের ভিত্তিতে কিংবা গঠনের কারণে আসবাবের বিভিন্ন নামকরণ করা হয় । দৈনন্দিন কাজে ব্যবহৃত এরূপ কিছু আসবাবের নাম নিচে দেয়া হল ।
শয়ন কক্ষ: বেড, বেড সাইড টেবিল, আলমিরা বা কেবিনেট, ওয়্যারড্রব বা চেস্ট অফ ড্রয়ার, ড্রেসিং টেবিল, ড্রেসিং টুলস বা বেঞ্চ, চেয়ার বা রকিং চেয়ার, ইত্যাদি।
বসার ঘর: খাবার ঘর পারিবারিক কক্ষ আরামদায়ক বসার চেয়ার, সোফা, চায়ের টেবিল বা টী-টেবিল, সেন্টার টেবিল, সো-কেস, বুক শেলফ, ডিভান বা কাউচ, টিভি, ইত্যাদি।
খাবার ঘর: ডাইনিং টেবিল, ডাইনিং চেয়ার, বুফেই কেবিনেট, কাবার্ড, চীনা কেবিনেট, সার্ভার, ইত্যাদি।
পারিবারিক কক্ষ: আরামদায়ক বসার চেয়ার, সোফা, শেলফ, ডিভান বা কাউচ, টিভি, লাউঞ্জ, সেটী, কেবিনেট, ইত্যাদি।
অতিথি কক্ষ: বেড, বেড সাইড টেবিল, আলমিরা বা কেবিনেট, বসার চেয়ার, (বেড রুমের সকল আসবাবই থাকতে পারে।)
স্টাডি, লাইব্রেরি, প্রার্থনা: পড়ার টেবিল, পড়ার চেয়ার, বুক সেল্ফ, ইজি চেয়ার, লেডার বা মই। টয়লেট ও বাথরুম সাধারণত ফিচার ছাড়া কিছু আসবাব থাকে না। তবে টুল এবং কেবিনেট ব্যবহার হয়ে থাকে ।
রান্না ঘর, স্টোর: টুল এবং কেবিনেট ব্যবহার হয়ে থাকে।
স্টোর, লণ্ড্রী, ইউটিলিটি: লন্ড্রি শেলফ, কেবিনেট, সেলাই মেশিন ও টেবিল, কাপড় ইস্ত্রি করার টেবিল, ইত্যাদি।
খেলাধুলা, চিত্রবিনালেনের, সংগীত কক্ষঃ কি ধরনের খেলাধুলা (দাবা, তাস, বিলিয়ার্ড, টেবিল টেনিস, লুডু ইত্যাদি) করার জন্য ব্যবহার করা হবে বা সংগীত এর ধরন (পিয়ানো, হারমোনিয়াম, তবলা, তানপুরা ইত্যাদি) তার উপর নির্ভর করে।