আমাদের দায়িত্ব ও কর্তব্য (অধ্যায় ৯)

পঞ্চম শ্রেণি (ইবতেদায়ী) - বাংলাদেশ ও বিশ্বপরিচয় - | NCTB BOOK
63
63
Please, contribute by adding content to আমাদের দায়িত্ব ও কর্তব্য.
Content

সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য

142
142

অধ্যায় ৭ ও ৮-এ আমরা মানুষের সমানাধিকার সম্পর্কে জেনেছি। সমাজ ও রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে এ অধ্যায়ে জানব । 

সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের কিছু দায়িত্ব আছে, যেমন : 

• ছোটদের ভালোবাসা ও দেখাশোনা করব 

• কারও ক্ষতি করব না - সবার উপকার করার চেষ্টা করব 

• সমাজের বিভিন্ন নিয়মকানুন মেনে চলব 

• সুবিধাবঞ্চিতদের সহযোগিতা করব 

• বয়স্কদের শ্রদ্ধা করব 

• সমাজের বিভিন্ন ধরনের সম্পদ যেমন পার্ক, খেলার মাঠ ইত্যাদি সংরক্ষণ করব 

• রাস্তায় নিরাপদ থাক 

• অপরিচিত মানুষদের কাছ থেকে সাবধান থাক 

রকিবকে নিয়ে লেখা নিচের ঘটনাটি পড়ি :

রকিব বন্ধুদের সাথে খেলার জন্য একা ঘরের বাইরে গিয়েছিল। সন্ধ্যা গড়িয়ে রাত হলো, কিন্তু সে ফিরল না। রকিবের মা-বাবা পুলিশকে জানালেন। দশদিন পর পুলিশ রকিবকে একটি গ্রাম থেকে উদ্ধার করল। জানা গেল দুইজন অপরিচিত লোক তাকে দোকানে ডেকে নিয়ে আইসক্রিম খেতে দিয়ে অজ্ঞান করে আটকে রেখেছিল। তারা রকিবের পরিবারের কাছে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল।

 

ক. এসো বলি

অপরিচিত দুইজন লোক কীভাবে রকিবের বিপদের কারণ হলো শিক্ষকের সহায়তায় আলোচনা কর। অপরিচিত মানুষদের কাছ থেকে যেকোনো ধরনের বিপদের হাত থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় শ্রেণিতে সবাই আলোচনা কর।


খ. এসো লিখি

তোমার বিদ্যালয়ে বা এলাকার খেলার মাঠ ও পার্কের পরিবেশ কীভাবে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখা যায় সে বিষয়ে একটি নোটিশ তৈরি কর। এরপর তা বিদ্যালয়ে খেলার মাঠ ও পার্কে ঝুলিয়ে রাখ। নোটিশে বিশেষভাবে উল্লেখ কর কোথায় কোথায় ময়লা ফেলতে হবে।


গ. আরও কিছু করি

তোমাদের পরিবারের বয়স্কদের কীভাবে সাহায্য করা যায় ছোট দলে আলোচনা কর। খাবারের ক্ষেত্রে তাঁদের কী ধরনের সহযোগিতা প্রয়োজন। তুমি কি তাঁদের কিছু পড়ে শোনাতে পার? তুমি কি তাঁদের বেড়াতে নিয়ে যেতে পার?

বয়স্ক মানুষদের সাহায্যের প্রয়োজন হয়


ঘ. যাচাই করি

অল্প কথায় উত্তর দাও : 

অপরিচিত কেউ যদি তোমার কাছে আসে, তখন ভূমি কী করবে?

Content added By

বাড়িতে নিরাপত্তা রক্ষা

35
35

বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার কিছু উপায় আছে :

• ছুরি, কাঁচি জাতীয় ধারালো জিনিস সাবধানে ব্যবহার করা 

• খালি পায়ে বা ভেজা হাতে বৈদ্যুতিক সুইচ না ধরা 

• ঔষধ ও কীটনাশকের পায়ে স্পষ্ট করে লিখে রাখা, যেন ভুলবশত কেউ খেয়ে না ফেলে 

• গ্যাসের চুলা ও বিদ্যুত ব্যবহারের পর বন্ধ রাখা 

•  আগুনের ব্যবহারে সতর্ক থাকা 

• অপরিচিতদের পরিচয় জেনে ঘরের দরজা খোলা 

• বাড়িতে প্রাথমিক চিকিৎসার বাক্স রাখা