ই-কমার্স সম্পর্কে ধারণা

এইচএসসি (বিএমটি) ভোকেশনাল - ই-বিজনেস - ই-কমার্স পরিচিতি ও মডেল | | NCTB BOOK

সাধারণ ভাষায় ই-কমার্স হলো এক ধরনের ইলেকট্রনিক নেটওয়ার্ক। ই-কমার্স-এর পূর্ণরূপ হলো Electronic Commerce যাকে সংক্ষেপে E-commerce হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। আরেকটু স্পষ্ট করে বলতে গেলে ই-কমার্স বলতে ইন্টারনেট অথবা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে পণ্য, সেবা বা ধারণার কেনা-বেচা, ফান্ড ট্রান্সফার ইত্যাদি কাজকে বোঝায়।

জেনে রাখো : ই-কমার্স সম্পর্কে নিচে কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা উপস্থাপন করা হলো- According to Wasley Chai, “E-commerce (Electronic commerce) is the buying and selling of goods and services, or the transmitting funds or data over an electronic network, primarily the internet.”

According to Wikipedia, "E-commerce (Electronic commerce) is the activity of electronically buying or selling of products on online services or over the internet.""

উল্লেখ্য যে, আধুনিক ই-কমার্স-এখন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে (www) ব্যবহার করছে। উপরের আলোচনা থেকে ই-কমার্স সম্পর্কে যে সকল বৈশিষ্ট্য আমরা খুঁজে পাই তা নিচে উল্লেখ করা হলো :

• এটি একটি ইলেকট্রনিক নেটওয়ার্ক;

• ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবার বেচা-কেনা; এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার, তথ্য প্রদান করা হয় । তাই বলা যায় যে, ই-কমার্স হলো আধুনিক ব্যবসায়ের এমন একটি ইলেকট্রনিক পদ্ধতি যার মাধ্যমে পণ্য বা সেবার উৎপাদন, এগুলোর মার্কেটিং, কেনা-বেচা, মূল্য পরিশোধ ইত্যাদি অনলাইন প্রক্রিয়ায় সম্পন্ন করা যায়।

Content added || updated By
Promotion