ইকামত

চতুর্থ শ্রেণি (প্রাথমিক) - ইসলাম ও নৈতিক শিক্ষা - ইবাদত | | NCTB BOOK
15
15

দরুদ 

সালাতে তাশাহহুদের পর দরুদ পড়তে হয়। দরুদ হলো—

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিওঁ ওয়া আলা আলি                               اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ عَلَى أَلِ

মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইবরাহীমা                                           مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرُ هِيْمَ

 ওয়াআলা আলি ইবরাহীমা ইন্নাকা হামিদুম মাজীদ                                

 আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিওঁ ওয়াআলা আলি                              اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ

মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইবরাহীমা                                            مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَهِيْمَ

 ওয়াআলা আলি ইবরাহীমা ইন্নাকা হামিদুম মাজীদ                                 

অর্থ: হে আল্লাহ! দয়া ও রহমত কর হযরত মুহাম্মদ (স)-এর প্রতি এবং তাঁর বংশধরদের প্রতি যেমন তুমি রহমত নাজিল করেছ হযরত ইবরাহীম (আ) ও তাঁর বংশধরদের উপর। নিশ্চয়ই তুমি অতি উত্তম গুণের আধার এবং মহান। হে আল্লাহ! বরকত নাজিল কর হযরত মুহাম্মদ (স) এবং তাঁর বংশধরদের উপর যেমন তুমি হযরত ইবরাহীম (আ) এবং তাঁর বংশধরদের উপরে করেছ। নিশ্চয়ই তুমি অতীব সৎগুণবিশিষ্ট ও মহান 

দোয়া মাসুরা 

কুরআন-হাদিসে বর্ণিত দোয়াাগুলোকে দোয়া মাসুরা বলা হয়। সালাতে দোয়া মাসুরা পড়া ভালো। মহানবি (স) সালাতে দোয়া মাসুরা পাঠ করতেন। সালাতে দরুদের পর এই দোয়া মাসুরাটি পড়া হয়।

আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসী যুলমান কাসীরাও                      اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا

ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলী                   

 মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনী ইন্নাকা                         مَغْفِرَةٌ مِّنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ

 আনতাল গাফুরুর রাহীম                                                                   انْتَ الْغَفُورُ الرَّحِيمُ .

অর্থ: হে আল্লাহ! আমি আমার নিজের উপর অধিক পরিমাণে জুলুম করেছি। তুমি ছাড়া আমার অপরাধ ক্ষমা করার ক্ষমতা কারো নেই। (অতএব আমি আমার অপরাধসমূহের জন্য তোমার নিকটই ক্ষমা প্রার্থনা করছি)। আমার উপর রহমত বর্ষণ কর, আমার উপর অনুগ্রহ কর। নিশ্চয়ই তুমি অত্যন্ত ক্ষমাশীল ও দয়াময় । 

 

Content added By
Promotion