ইটের বন্ড (সপ্তম অধ্যায়)

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ প্রথম পত্র (নবম শ্রেণি) | - | NCTB BOOK
509
509
Please, contribute by adding content to ইটের বন্ড.
Content

ইট (৭.১)

138
138
Please, contribute by adding content to ইট.
Content

ইটের সংজ্ঞা (৭.১.১)

240
240

ইট কাঁদামাটি দিয়ে তৈরি এক প্রকার নির্মাণ উপাদান যা শুকানো অবস্থায় পাথরের ন্যায় কাজ করে। পাথরের বিকল্প হিসাবে ব্যবহার করা হয়।

ইটে ব্যবহৃত কাঁদার উপাদানসমূহঃ

সিলিকা ৫৫%
অ্যালুমিনা ৩০%
আয়রন অক্সাইড ৮%
ম্যাগনেশিয়া৫%
লাইম১%
জৈব পদার্থ.১%
মোট ১০০%
  • ইটের মান নিম্নোক্ত বিষয়ের উপর নির্ভর করে।
  • ইটে ব্যবহৃত কাঁদার রাসায়নিক ধর্মের উপর,
  • কাঁদা প্রস্তুতকরণের উপর
  • শুকানোর পদ্ধতির উপর,
  • পোড়ানোর তাপমাত্রার উপর
  • পোড়ানোর সময় চুল্লিতে বায়ু প্রবেশের পরিমাণের উপর
Content added By

ইটের শ্রেণিবিভাগ (৭.১.২)

407
407

গাঁথুনির কাজে ব্যবহৃত ইট দুই প্রকার । যথা—

  • প্রচলিত ইট (Traditional Brick) ও
  • মডুলার ইট (Modular Brick)

প্রচলিত ইট আবার তিন প্রকারের হয়

প্রথম শ্রেণি

দ্বিতীয় শ্রেণি

তৃতীয় শ্রেণি

এছাড়া ঝামা ইট (অতিরিক্ত পোড়া ইটকে ঝামা ইট বলে)

Content added By

ইটের বন্ড (Brick Bond ) (৭.২)

186
186

ইটের বন্ড (Brick Bond): দেয়াল নির্মাণে ইটকে পরপর পাশাপাশি স্থাপন করা হয়, এক সারি বা কোর্স স্থাপনের পর উপরে পরবর্তী সারি বা কোর্স স্থাপন করা হয়। এভাবে দেয়াল বা কাঠামো নির্মাণে খাড়া বরাবর ইটের জোড়াগুলো পরে যার ফলে কাঠামোর খাড়া চাপে জোড় বরাবর দেয়াল ধ্বসে পড়তে পারে। এভাবে প্রস্তুতকৃত দেয়াল অপেক্ষাকৃত দুর্বল হয়। এসকল কারণে পরবর্তী কোর্সের খাড়া জোড় পরিহার করে দেয়াল নির্মাণ করা হয়। এভাবে “ইটকে পরপর সুশৃংখল ভাবে সাজিয়ে পরবর্তী কোর্সের খাড়া জোড় পরিহার করে একক অবিচ্ছিন্ন দেয়াল নির্মাণ কৌশলকে বন্ড বলে"।

বন্ডিং-এর নিয়মাবলী

  • সুষম আকারের ইঁট নিতে হবে।
  • পরবর্তী সারি বসানোর সময় নিচের ইটের কমপক্ষে চার ভাগের এক ভাগ কভার বা ল্যাপ করে বসাতে হবে।
  • সম্মুখে বা ফেসিংএ স্টেচার বা ইটের লম্বা দিক এবং মধ্যে বা হার্টিং-এ হেডার বা ইটের প্রস্থ দিক ব্যবহার করা উচিত।
  • পরবর্তী কোর্সের খাড়া জোড় পরিহার করে একটির পর একটি বা অলটারনেট কোর্সের খাড়া জোড় একই লাইন বরাবর করতে হবে।
  • যতদূর সম্ভব কম সংখ্যক ব্যাট বা আধলা ইট ব্যবহার
  • অলটারনেট কোর্সের হেডারের (Header) একই উলম্ব রেখার ছেদ করবে।
Content added || updated By

ইটের বন্ডের শ্রেণিবিভাগ (৭.৩)

212
212

 

Content added By

ইটের বন্ডের প্রয়োজনীয়তা (৭.৪)

218
218

বন্ড গাঁথুনির কাজে দেয়াল বা কাঠামো নির্মাণ করলে কাঠামোর খাড়া চাপে জোড় বরাবর দেয়াল ধ্বসে পরতে পারে। এভাবে প্রস্তুতকৃত দেয়াল অপেক্ষাকৃত দুর্বলও হয় বিধায় ইটকে বন্ডিং করার প্রয়াজন হয়।

নিচে ইটের বন্ডের প্রয়োজনীয়তাসমূহ আলোচিত হলো:

  • দেয়াল ও অন্যান্য কাঠামোর শক্তি এবং স্থায়িত্বতা বৃদ্ধির জন্য,
  • খাড়া জোড় পরিহার করে নিরাপদ দেয়াল নির্মাণের জন্য
  • দেয়ালের উপর আগত ভর বা লোড (Load) সুষমভাবে বিস্তৃত বা বণ্টন করার জন্য,
  • শিয়ার(Shear) প্রতিরোধের জন্য,
  • সৌন্দর্য বৃদ্ধি এবং নির্মাণ কাজ দ্রুত করার জন্য ও
  • ইটের পারস্পরিক ইন্টারলকিং সৃষ্টির জন্য ।
Content added By

ইটের বন্ডে ব্যবহৃত ক্লোজার (Closer) সমূহের নাম ও ব্যবহার (৭.৫)

199
199
Content added By

প্রশ্নমালা

114
114

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ

১.  ইট কাকে বলে?

২. ইটে ব্যবহৃত কাঁদার উপাদানসমূহের নাম ও পরিমাণ লেখ।

৩. গাঁথুনির কাজে ব্যবহৃত ইট কত প্রকার ও কী কী?

৪. বন্ড কাকে বলে?

৫. ক্লোজার কী?

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১. ইটের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে?

২. বিভিন্ন প্রকার ইটের আকার বর্ণনা কর।

৩. বিভিন্ন প্রকার বন্ডের নাম লেখ।

রচনামূলক প্রশ্নঃ 

১. চিত্রসহ ইটের বন্ডের নিয়মাবলি ও প্রয়োজনীয়তা বর্ণনা কর।

২. চিত্রসহ ইংলিশ, ফ্লেমিশ, স্ট্রেচার ও হেডার বড় অঙ্কনের নিয়ম লেখ।

৩. চিত্রসহ বিভিন্ন প্রকার ক্লোজারের বর্ণনা দাও।

Content added By
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion
;