ইট কাঁদামাটি দিয়ে তৈরি এক প্রকার নির্মাণ উপাদান যা শুকানো অবস্থায় পাথরের ন্যায় কাজ করে। পাথরের বিকল্প হিসাবে ব্যবহার করা হয়।
ইটে ব্যবহৃত কাঁদার উপাদানসমূহঃ
সিলিকা | ৫৫% |
অ্যালুমিনা | ৩০% |
আয়রন অক্সাইড | ৮% |
ম্যাগনেশিয়া | ৫% |
লাইম | ১% |
জৈব পদার্থ | .১% |
মোট | ১০০% |
গাঁথুনির কাজে ব্যবহৃত ইট দুই প্রকার । যথা—
প্রচলিত ইট আবার তিন প্রকারের হয়
প্রথম শ্রেণি
দ্বিতীয় শ্রেণি
তৃতীয় শ্রেণি
এছাড়া ঝামা ইট (অতিরিক্ত পোড়া ইটকে ঝামা ইট বলে)
ইটের বন্ড (Brick Bond): দেয়াল নির্মাণে ইটকে পরপর পাশাপাশি স্থাপন করা হয়, এক সারি বা কোর্স স্থাপনের পর উপরে পরবর্তী সারি বা কোর্স স্থাপন করা হয়। এভাবে দেয়াল বা কাঠামো নির্মাণে খাড়া বরাবর ইটের জোড়াগুলো পরে যার ফলে কাঠামোর খাড়া চাপে জোড় বরাবর দেয়াল ধ্বসে পড়তে পারে। এভাবে প্রস্তুতকৃত দেয়াল অপেক্ষাকৃত দুর্বল হয়। এসকল কারণে পরবর্তী কোর্সের খাড়া জোড় পরিহার করে দেয়াল নির্মাণ করা হয়। এভাবে “ইটকে পরপর সুশৃংখল ভাবে সাজিয়ে পরবর্তী কোর্সের খাড়া জোড় পরিহার করে একক অবিচ্ছিন্ন দেয়াল নির্মাণ কৌশলকে বন্ড বলে"।
বন্ডিং-এর নিয়মাবলী
বন্ড গাঁথুনির কাজে দেয়াল বা কাঠামো নির্মাণ করলে কাঠামোর খাড়া চাপে জোড় বরাবর দেয়াল ধ্বসে পরতে পারে। এভাবে প্রস্তুতকৃত দেয়াল অপেক্ষাকৃত দুর্বলও হয় বিধায় ইটকে বন্ডিং করার প্রয়াজন হয়।
নিচে ইটের বন্ডের প্রয়োজনীয়তাসমূহ আলোচিত হলো:
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১. ইট কাকে বলে?
২. ইটে ব্যবহৃত কাঁদার উপাদানসমূহের নাম ও পরিমাণ লেখ।
৩. গাঁথুনির কাজে ব্যবহৃত ইট কত প্রকার ও কী কী?
৪. বন্ড কাকে বলে?
৫. ক্লোজার কী?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১. ইটের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে?
২. বিভিন্ন প্রকার ইটের আকার বর্ণনা কর।
৩. বিভিন্ন প্রকার বন্ডের নাম লেখ।
রচনামূলক প্রশ্নঃ
১. চিত্রসহ ইটের বন্ডের নিয়মাবলি ও প্রয়োজনীয়তা বর্ণনা কর।
২. চিত্রসহ ইংলিশ, ফ্লেমিশ, স্ট্রেচার ও হেডার বড় অঙ্কনের নিয়ম লেখ।
৩. চিত্রসহ বিভিন্ন প্রকার ক্লোজারের বর্ণনা দাও।
Read more