যে ধাপসমূহ মেনে কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং এ সুইচ বক্স ও জাংশন বক্স স্থাপন করা হয় তা হলো-
১। নির্দিষ্ট সুইচ বক্স, জাংশন বক্স ও টুলস বাছাই করতে হবে। ২। সুইচ বক্স, জাংশন বক্স ও কন্ডুইটের মাপ অনুসারে দেয়ালে খাঁজ কাটতে হবে ।
৩। দেয়ালের খাঁজে সুইচ বক্স, জাংশন বক্স ও কন্ডুইট বসাতে হবে।
৪। কন্ডুইটের উপর প্রয়োজনীয় প্লাষ্টারিং করতে হবে।
৫। সুইচ বক্স ও জাংশন বক্সের কভার বা ঢাকনা খুলতে হবে।
৬। সুইচ বক্সের অবস্থা চিহ্নিতপূর্বক তারের জন্য বোর্ডে ছিদ্র করতে হবে।
৭। প্রয়োজনীয় দৈর্ঘ্যের ইনসুলেশন খুলে ইনসুলেশন মুক্ত অংশটি পরিষ্কার করতে হবে।
৮। ছিদ্র দিয়ে তার ঢুকিয়ে টার্মিনালে সংযোগকারী ভ্রু গুলো ঢিলা করতে হবে।
৯। টার্মিনালে তার সম্পূর্ণভাবে ঢুকাতে হবে।
১০। সংযোগকারী ভুগুলো দৃঢ়ভাবে আটকাতে হবে এবং সুইচের অপর অংশে লাগাতে হবে এবং
পর্যবেক্ষণের মাধ্যমে পরীক্ষা করতে হবে।
২.২.১ সুইচ বক্স ও জাংশন বক্স এর প্রকার ও সাইজ
আকৃতি অনুযায়ী কন্ডুইট বক্সের নাম বিভিন্ন ধরনের হয়। যেমন-এন্ড বক্স, টু-ওয়ে বক্স, থ্রি-ওয়ে বক্স, ফোর- ওয়ে বক্স আয়তাকার বক্স, গোলাকার বক্স ইত্যাদি। প্রয়োজনীয় সংখ্যক বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপনের জন্য নিম্নলিখিত পরিমাপের সুইচ বক্স ও জাংশন বক্স বাজারে পাওয়া যায়-
৭৫ মি. মি.×৭৫ মি: মি: (৩"x ৩"),
১০০ মি. মি. X১০০ মি. মি. (8" x 8),
১০০ মি. মি. x ১৫০ মি. মি. (৪ x ৬"),
১২৫ মি. মি. x ২০০ মি: মি: (৫" x ৮"),
১৫০ মি. মি. x ২০০ মি. মি. (৬ x ৮),
২০০ মি. মি. x ২৫০ মি. মি. (৮"x১০")
২০০ মি. মি. x ৩০০ মি. মি. (৮”x১২”)
২.২.২ সুইচ বক্স ও জাংশন বক্স ইনস্টলে সতর্কতা
কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং করার সময় মালামাল বা সরঞ্জামাদি নির্বাচন, কন্ডুইট স্থাপন, ফিসওয়্যার ঢুকানো, তার টানাসহ বিভিন্ন কাজে যে বিষয় গুলোকে সতর্কতা মানতে হয় সেগুলো হলো-
১। হ্যান্ড গ্লাভস, গগলস পড়ে কাজ করতে হবে।
২। কন্ডুইট বসানোর সময় পরিবাহী তার টানার জন্য ফিস ওয়্যার ঢুকাতে হবে।
৩। দেয়াল কাটার সময় সাবধানে হ্যামারের সাহায্যে চিজেলের মাথায় আঘাত করতে হবে, যেন হাতে না লাগে।
৪। সাবধানে কন্ডুইট বাকাতে হবে, বাকানোর সময় অতিরিক্ত শক্তি প্রয়োগ করা উচিত নয়।
৫। সকেট, টি, বেস্ত ইত্যাদি ঠিকভাবে মাপ অনুসারে লাগাতে হবে।
৬। কড়ুইটের ধারালো প্রান্তগুলো রিমার ফাইল দ্বারা মসৃন করতে হবে যাতে তারের ইনসুলেশন নষ্ট না হয় ।
৭। জি আই কড়ুইটের মধ্যে দিয়ে সাবধানে তার বা ক্যাবল টানতে হবে।
৮। কড়ুইটের মধ্যে যেন পানি প্রবেশ না করে এবং পানি না আটকে থাকে, তার জন্য সামান্য চালু করে কভুইট বসাতে হবে।
৯। আর্থিং ভালো হতে হবে এবং ধাতব সরঞ্জাম যেন বডি না হয় তা দেখতে হবে।
১০। মরিচা হতে মুক্ত রাখার জন্য বাইরের প্যাচগুলোতে রং করতে হবে।
প্রায় সকল দালানে কনসিন্ড কড়ুইট ওয়্যারিং ব্যবহৃত হয়ে থাকে। পিভিসি অথবা জিআই কডুইট ছাদে বসিয়ে ফিস ওয়্যার ঢুকানো থাকে। পরে বিল্ডিং এর কাজ শেষ হলে নিয়ম মোতাবেক বৈদ্যুতিক ওয়্যারিং করা হয়। এ ধরনের ওয়্যারিং খরচ বেশি কিন্তু সুবিধা অনেক। ইলেকট্রিক্যাল ক্যাবল কোন ধরনের আঘাতের হাত হতে রক্ষা এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দেয়াল বা ছাদের ভিতর দিয়ে ইলেকট্রিক্যাল ওয়্যারিং করা হয়। এ ধরনের ওয়্যারিং কে কনসিন্ড করুইট ওয়্যারিং বলে। এ ওয়্যারিং দীর্ঘ মেয়াদি টেকসই এবং ব্যয়বহুল হয়ে থাকে। সাধারণত ছাদে পিভিসি প্লেইন পাইপ ব্যবহার করা হয়। ড্রইং অনুসারে হাসে প্রথমে রুমগুলির মাপ নিয়ে সুভা দ্বারা লে-আউট করতে হবে। রাইজার এর জন্য প্রতি ছাদের কমপক্ষে দুইটি পাইপ রাখতে হবে। ছাদ ঢালাই এর সময় খেয়াল রাখতে হবে যেন কোন পাইপের সংযোগ খুলে না যায় বা পাইপ চ্যাপটা না হয়।
কণ্ডুইটের ভিতর দিয়ে ফিস ওয়্যার বা জিআই তার ঢুকানোর জন্য প্রথমে ফিস টেপের বাহিরের প্রাপ্ত অল্প পরিমাণ ঢিলা করে নিয়ে কোন জাংশন বক্সে আগত কন্ডুইটের প্রাপ্ত দিয়ে ভিতরে প্রবেশ করাতে হবে। অতঃপর সাবধানে ধীরে ধীরে ঠেলে ফিস ওয়্যার প্রবেশ করাতে হবে। এভাবে কড়ুইটের অপর প্রান্তে না আসা পর্যন্ত ফিস ওয়্যার একটু করে ঢিল দিয়ে প্রবেশ করাতে হবে। ফিস ওয়্যারটি কড়ুইটের অপর প্রান্ত দিয়ে বাহির হলে এর সাথে ড্র-তার হিসেবে একটি জি আই তার মজবুত ভাবে আটকাতে হবে। এবার প্রথম প্রান্ত থেকে ফিস ওয়্যারটি টেনে ড্র-ওয়্যারটি সম্পূর্ণ কভুইটের মধ্যে প্রবেশ করাতে হবে। এভাবে কড়ুইটের ভিতর দিয়ে ফিস ওয়্যার বা জিআই তার ঢুকানো হয়।
তার বা ক্যাবলের প্রাপ্ত ছিল ওয়ার বা জিনাই তারের সাথে আটকানোর জামালের প্রায় ফিল ওয়্যার বা লিজাই কারো সাথে আটকানোর জন্য।
এবার তার বা ক্যাবল কার সাথে চির ন্যা আটকাতে হবে। সমতাবস্থার ভারগুলোকে ৰূপ গন যতদূর সম্ভব সরু করে চেপে ধরে টেপ দিয়ে পেঁচিয়ে দিতে হবে বেশ ভারের
কোন খোলা ধারালো অংশ দিয়ে না থাকে।
বারি পদক্ষ ড্র-ওয়্যার ভারতলোকে লুপ সহ দুর ন করে চেপে ধরে উত্তম ভাবে টেন দিয়ে প্যাচানোর পর প্রথম প্রান্ত থেকে খুব সবধানে আছে আছে --গ্যারটি টানতে হবে। বেদিক দিয়ে তার সমূহ প্রবেশ করবে সেই প্রাককারী মাড়ে পায়ে একটু করে ঠেলা দেওয়ার ব্যবস্থা করবে। সে সময় খেয়াল রাখতে হবে যেন তার না ফেইলড়াইয়া প্রবেশ করে। এ ভাবে তার যা ক্যাবল কুইটের ভিতর দিয়ে টেনে দিতে হবে। ভারের ফু ছাড়ারে কনুইটের মধ্যে ক্যাবল ঢুকানো ক্ষেত্রে ক্যাবলে তীক্ষ্ণ থাকায় এটির ইনসুলেশন নষ্ট হতে পারে এবং ক্যাবল পরিমাণে বেশি লাগবে। সেজন্য মেশিন বা হস্ত দিয়ে কারণ সোজা করে দিতে হবে আর অন্য দিক থেকে ফিস ভাড়ার টেনে কাজ করতে হবে।
Read more