ইমারত বা বিল্ডিং হচ্ছে দেয়াল, মেঝে, ছাদ, দরজা, জানালা প্রভৃতির সমন্বয়ে একটি সুসংগঠিত আবদ্ধ বা Covered কাঠামো যা ভিন্ন ভিন্ন কাজে (যেমন— আবাসস্থল, শিক্ষা ভবন, বাণিজ্যিক ভবন, ভাণ্ডার, কলকারখানা ইত্যাদি) ব্যবহৃত হয়। এটি মানুষকে বিভিন্ন প্রতিকূলতা থেকে রক্ষা করে ও প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করে । একে আরামদায়ক করার জন্য মানুষ এতে আরও আনুষাঙ্গিক উপাদান সংযোগ করে থাকে ।
উল্লেখ্য যে কখনও কখনও পাবলিক ভবন ও অ্যাসেম্বলি ভবনকে একই বিভাগে ধরা হয় ।
চিত্র- ১১.১ একটি ইমারতের বিভিন্ন অংশ
কাঠামোর সর্বনিম্ন অংশকে ভিত্তি বা বুনিয়াদ বলে। ভিত্তি কাঠামোর উপরের অংশের লোড বহন করে। অর্থাৎ যার মাধ্যমে কাঠামোর উপরহ আরোপিত ও নিজস্ব তার মাটির শক্ত স্তরে স্থানাস্তর করা হয় তাকে ভিত্তি বা ৰুনিয়াদ বলে। এটি ইট, পাথর বা কংক্রিটের তৈরি হতে পারে।
চিত্র ১১.২.১: ভিত্তি
ভিত্তি প্রধানত দুই প্রকার
১. অগভীর ভিত্তি
২. গভীর ভিত্তি
ভূ-নিম্নস্থ শক্ত মাটির উপরে বা পার্শ্ব ধর্ষণ বলের মাধ্যমে বা সম্মিলিত প্রক্রিয়ার ভিত্তিকে স্থাপন করা হয়। যখন ভূ-নিম্নস্থ শক্ত মাটির উপরে ভিত্তিকে স্থাপন করা হয় তখন মাটিকে অধিকতর শক্ত করা প্রয়োজন হয় । এই বিশেষ ভাবে নির্মিত ভিত্তির নিম্নস্থ শক্ত ভূমিতলকে ভিত্তিতল বা ফাউন্ডেশন বেড বলে।
চিত্র ১১.২ (খ): ভিত্তিতল বা ফাউন্ডেশন বেড
কাঠামোকে সোজা মাটির উপরে দাঁড় করিয়ে রাখার জন্য মাটির নিচে কিছুটা গভীর থেকে কাঠামো নির্মাণ শুরু করা হয়। মাটির নিচের এই অংশকেই সাব স্ট্রাকচার বলে। কাঠামোর মাটির নিচের যে অংশের উপর উপরস্থ কাঠামো দাঁড়িয়ে থাকে তাকে সাব স্ট্রাকচার বলে ।
কাঠামোর মাটির যে অংশ মাটির উপরে অবস্থান করে তাকে সুপার স্ট্রাকচার বলে। অর্থাৎ মাটির উপরের সকল কাঠামো যেমন মেঝে, দেয়াল, দরজা-জানালা, ছাদ সবই সুপার স্ট্রাকচারের অন্তর্ভুক্ত।
১. ভিত্তি
২. সিমেন্ট কংক্রিট
৩. ব্রিক ফ্লাট সলিং
৪. ভিত্তি তল
চিত্র: ১১.৪: একটি ইমারতের সাব স্ট্রাকচারের বিভিন্ন অংশ
একটি ইমারতের সুপার স্ট্রাকচারের বিভিন্ন অংশসমূহঃ
চিত্র- ১১.৫: একটি ইমারতের সুপার স্ট্রাকচারের বিভিন্ন অংশ
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১. ইমারত কাকে বলে?
২. ইমারত কত প্রকার ও কী কী?
৩. ভিত্তি কাকে বলে?
৪. ভিত্তি কত প্রকার ও কী কী?
৫. সাব স্ট্রাকচারের বিভিন্ন অংশের নাম লেখ ।
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১. একটি ইমারতের বিভিন্ন অংশের নাম লেখ ।
২. চিত্র সহ সাব স্ট্রাকচারের সংজ্ঞা দাও
৩. ভিত্তি ও ভিত্তি তলের পার্থক্য লেখ।
রচনামূলক প্রশ্নঃ
১. একটি ইমারতের বিভিন্ন অংশের বর্ণনা দাও।
২. সাব স্ট্রাকচার ও সুপার স্ট্রাকচারের পার্থক্য বর্ণনা কর ।
৩. একটি সুপার স্ট্রাকচারের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের নাম লেখ ।
Read more