ইমারত নির্মাণ বিধিমালার (Building By-Laws) প্রয়োজনীয়তা

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

ইমারত নির্মাণ বিধিমালার (Building By - Laws) প্রয়োজনীয়তা নিচে আলোচনা করা হল—

  • যত্রতত্র কাঠামো নির্মাণ রোধ করার জন্য ।
  • ইমারতে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের ব্যবস্থা করার জন্য ।
  • রাস্তায় পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের ব্যবস্থা করার জন্য। 
  • সেট ব্যাক মেনে পর্যাপ্ত উন্মুক্ত স্থান রাখার জন্য । 
  • উন্মুক্ত স্থান রেখে তাতে গাছপালা বপন ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য । 
  • পাশাপাশি গড়ে উঠা বাড়ির প্রাইভেসি রক্ষা করার জন্য। 
  • টয়লেট ও কিচেনের পর্যাপ্ত ভেন্টিলেশনের জন্য । 
  • প্রতিটি বাড়ি বা ইমারতে সমান নাগরিক সুবিধাদি প্রদানের জন্য। 
  • গ্যাস, পানি, বিদ্যুৎ সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সকলের জন্য সমান ভাবে বরাদ্দ করার জন্য। 
  • রাস্তার ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য। • শহরের অনিয়মতান্ত্রিক উন্নয়ন নিয়ন্ত্রণ করার জন্য ।
  • শহরের জনসংখ্যা এবং সেই অনুযায়ী যানবাহন, রাস্তা, উন্মুক্ত স্থান ইত্যাদিতে ভারসাম্য বজায় রাখার জন্য ।
Content added By
Promotion