ইযহার

চতুর্থ শ্রেণি (প্রাথমিক) - ইসলাম ও নৈতিক শিক্ষা - কুরআন মজিদ শিক্ষা | | NCTB BOOK
108
108

ইযহার শব্দের অর্থ প্রকাশ করা। বর্ণে বা হরফের মাখরাজ অনুযায়ী স্পষ্ট করে উচ্চারণ করা। নূন সাকিন এবং তানবীন-এর পর যদি হরফে হালকির যেকোনো একটি হরফ থাকে তখন নূন সাকিন বা তানবীনকে গুন্নাহ ও ইখফা ছাড়া নিজ মাখরাজ অনুসারে স্পষ্ট করে পড়াকে ইযহার বলে।

হরফে হালকি ৬ টি। যথা :

পরিকল্পিত কাজ : শিক্ষার্থীরা ইযহারের উচ্চারণের একটি চার্ট তৈরি করবে।

আরবি বর্ণের শব্দ

নিচে ৪টি চার্ট দেয়া হলো। এগুলো সঠিক উচ্চারণে পড় : 

                                                                                             চার্ট-২

চার বর্ণের শব্দ 

পাঁচ বর্ণের শব্দ 

ছয় বর্ণের শব্দ 

 

Content added By
Promotion