ইলেকট্রিক্যাল লে-আউট (Electrical Layout) এর প্রয়োজনীয়তা

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

নিম্নলিখিত কারণে একটি ইমারতে ইলেকট্রিক্যাল লে-আউট করা হয়-

  • রুমে কোথায় কোন ফিচার হবে তার সঠিক অবস্থান জানার জন্য।
  • ফিটিংসসমূহের অবস্থান কোথায় হবে তা নির্ধারণ করার জন্য ।
  • ফিচার ও ফিটিংস-এর সিডিউল তৈরি করার জন্য।
  • বৈদ্যুতিক ওয়্যারিং-এর ব্যবস্থা দেখানোর জন্য।
  • বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বা বৈদ্যুতিক বর্তনী কি হবে তা ডিজাইন করার জন্য ।
  • বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানোর জন্য ।
  • বিদ্যুৎ সংক্রান্ত ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য।
  • সঠিকভাবে কড়ুইট ওয়্যারিং-এর জন্য ।
  • টেন্ডারিং-এর সুবিধার জন্য।
  • সঠিক মাপে ফিকচার ক্রয় করার জন্য।
  • দরজা-জানালার অবস্থানের উপর নির্ভর করে ফিচার বসানোর জন্য ।
  • আসবাব অনুযায়ী ফিক্চা‌র বসানোর জন্য, এবং
  • সমর, অর্থ সর্বোপরি বিদ্যুৎ সাশ্রয় করার জন্য।

নিচে একটি বাড়ির টিপিক্যাল ফ্লোরের ইলেকট্রিক্যাল লে-আউট দেখানো হল-

Content added By
Promotion