ইলেকট্রিক্যাল লে-আউট (Electrical Layout) এর সংজ্ঞা

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

ইমারতে বৈদ্যুতিক সরঞ্জামাদির পূর্ণ ব্যবহার, বিদ্যুৎ অপচয় রাখে, দুর্ঘটনা এড়ানো এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা প্রদর্শনের জন্য যে নকশার বৈদ্যুতিক ফিচার ও ফিটিংস এবং ওয়ারিং-এর বিন্যাস দেখানো হয় তাকে ইলেকট্রিক্যাল লে-আউট (Electrical Layout) বলে।

চিত্র-১১.১: একটি বেড রুমের বৈদ্যুতিক ফিচার ও ফিটিংস এবং বৈদ্যুতিক ওয়্যারিং-এর বিন্যাস

ইলেকট্রিক্যাল লে-আউট মূলত ওয়ার্কিং প্ল্যান যে স্কেলে করা হয় সেই একই স্কেলে করা হয়। এতে প্রধানত নিম্নলিখিত বিষয় দেখানো হয়—

  • রুমে ফিচার, এ্যাপ্লায়েন্স ও ফিটিংস-এর অবস্থান
  • ফিচার ও ফিটিংস-এর সিডিউল তৈরি করা
  • বৈদ্যুতিক ওয়্যারিং-এর ব্যবস্থা
  • বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বা বৈদ্যুতিক বর্তনী
Content added || updated By
Promotion