সেশনের শুরুতে তোমার শিক্ষককে শুভেচ্ছা জানিয়ে সমবেত প্রার্থনায় অংশগ্রহণ করো।
এ সেশনে শিক্ষক তোমার জন্য একটি অংশগ্রহণমূলক খেলা (Interactive Play)'র আয়োজন করবেন। খেলাটিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য শিক্ষক তোমাকে কিছু নির্দেশনা দিবেন। খেলাটির শুরুতে তুমি শ্রেণিকক্ষের সামনে টেবিলের উপর সিনাই পর্বতের ছবি, মোশি ও তাঁর লাঠির ছবি, দুটি পাথর-ফলকের ছবি দেখতে পাবে। লক্ষ করো যে প্রতিটি ছবির সঙ্গে একটি লম্বা সুতা বাঁধা আছে এবং সুতা ধরে ধরে তুমি যদি সামনে এগিয়ে যাও তবে অন্য প্রান্তে একটি বিবরণীপত্র দেখতে পাবে। শিক্ষক প্রতিটি ছবির বিবরণীপত্রের দিকের সুতার প্রান্ত শ্রেণিকক্ষের বিভিন্ন জায়গায় বেঁধে রেখেছেন। তুমি ছবিগুলোর সুতা ধরে ধরে এগিয়ে যাবে এবং বিবরণীপত্র কোথায় আছে খুঁজে বের করবে। তুমি নিশ্চয়ই ভাবছ বিবরণীপত্রে কী লেখা আছে। দেখবে মজার কিছু বিষয় আছে। বিবরণীপত্রগুলো মনোযোগ দিয়ে পড়বে।
প্রতিটি বিবরণীপত্রে পর্যায়ক্রমে যা লেখা আছে তা তোমার জন্য দেওয়া হলো-
সিনাই পর্বতে ঈশ্বর মোশিকে বলেছিলেন পবিত্র জীবন যাপনের জন্য ইস্রায়েল জাতিকে তাঁর দেয়া বিধিবিধান মেনে চলতে হবে।
মোশি ঈশ্বরের মনোনীত ব্যক্তি হিসেবে লাঠি ও ঈশ্বরের আদেশের মাধ্যমে অলৌকিক নিদর্শন দেখিয়ে ইস্রায়েল জাতিকে মিশরীয়দের অত্যাচার থেকে মুক্ত করেছেন।