ঈশ্বরের বিধিবিধান সম্পর্কে জানব

নবম শ্রেণি (মাধ্যমিক ২০২৪) - খ্রিষ্টধর্ম শিক্ষা - অঞ্জলি ১ | | NCTB BOOK
9
9

উপহার ১০

ঈশ্বরের বিধিবিধান সম্পর্কে জানব

 

সেশনের শুরুতে তোমার শিক্ষককে শুভেচ্ছা জানিয়ে সমবেত প্রার্থনায় অংশগ্রহণ করো।

এ সেশনে শিক্ষক তোমার জন্য একটি অংশগ্রহণমূলক খেলা (Interactive Play)'র আয়োজন করবেন। খেলাটিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য শিক্ষক তোমাকে কিছু নির্দেশনা দিবেন। খেলাটির শুরুতে তুমি শ্রেণিকক্ষের সামনে টেবিলের উপর সিনাই পর্বতের ছবি, মোশি ও তাঁর লাঠির ছবি, দুটি পাথর-ফলকের ছবি দেখতে পাবে। লক্ষ করো যে প্রতিটি ছবির সঙ্গে একটি লম্বা সুতা বাঁধা আছে এবং সুতা ধরে ধরে তুমি যদি সামনে এগিয়ে যাও তবে অন্য প্রান্তে একটি বিবরণীপত্র দেখতে পাবে। শিক্ষক প্রতিটি ছবির বিবরণীপত্রের দিকের সুতার প্রান্ত শ্রেণিকক্ষের বিভিন্ন জায়গায় বেঁধে রেখেছেন। তুমি ছবিগুলোর সুতা ধরে ধরে এগিয়ে যাবে এবং বিবরণীপত্র কোথায় আছে খুঁজে বের করবে। তুমি নিশ্চয়ই ভাবছ বিবরণীপত্রে কী লেখা আছে। দেখবে মজার কিছু বিষয় আছে। বিবরণীপত্রগুলো মনোযোগ দিয়ে পড়বে।

প্রতিটি বিবরণীপত্রে পর্যায়ক্রমে যা লেখা আছে তা তোমার জন্য দেওয়া হলো-

সিনাই পর্বতে ঈশ্বর মোশিকে বলেছিলেন পবিত্র জীবন যাপনের জন্য ইস্রায়েল জাতিকে তাঁর দেয়া বিধিবিধান মেনে চলতে হবে।

মোশি ঈশ্বরের মনোনীত ব্যক্তি হিসেবে লাঠি ও ঈশ্বরের আদেশের মাধ্যমে অলৌকিক নিদর্শন দেখিয়ে ইস্রায়েল জাতিকে মিশরীয়দের অত্যাচার থেকে মুক্ত করেছেন।

ঈশ্বর নিজের হাতে দুটি পাথরের ফলকে বিধিবিধান লিখে মোশির হাতে দিয়েছেন।

এ তিনটি ছবি শ্রেণিকক্ষের সামনে টেবিলের উপর রাখা হবে।

তুমি যখন খেলাটি খেলবে তখন শিক্ষক পর্যবেক্ষণ করবেন যে তুমি ঠিকমতো কাজগুলো করেছ কী না।

খেলাটি শেষ হলে তুমি নিজ আসনে বসবে। শিক্ষক হয়ত তোমাকে জিজ্ঞেস করবেন, 'এসব ছবি কোন ঘটনার কথা মনে করিয়ে দেয়?' তুমি কিন্তু ঠিক উত্তর দিও।

 

বাড়ির কাজ

শিক্ষক তোমাকে একটি বাড়ির কাজ দিবেন। বাড়িতে গিয়ে মা-বাবা/অভিভাবকের সঙ্গে ছবিগুলো ও বিবরণীপত্র থেকে যা জেনেছ তা নিয়ে আলোচনা করবে। মা-বাবা/অভিভাবককে প্রশ্ন করে জেনে নিবে প্রাত্যহিক জীবনে তারা ইস্রায়েল জাতিকে দেয়া ঈশ্বরের বিধিবিধানগুলো কীভাবে পালন করে এবং তা আমাদের কী কী মানবিক গুণ অর্জনে সহায়তা করে। মা-বাবা/অভিভাবকের কাছ থেকে প্রাপ্ত তথ্য নোটবুকে লিপিবদ্ধ করে পরবর্তী সেশনে নিয়ে আসবে।

মা-বাবা/অভিভাবক বুঝতে না পারলে তাঁদের নিচের লেখাটি দেখাও।

সেশনের শেষে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনপূর্বক শিক্ষককে ধন্যবাদ জ্ঞাপন করো।

Content added || updated By
Promotion