উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনারের হিমায়ন চক্র বা রেফ্রিজারেশন সাইকেল
১। কম্প্রেসর (Compressor)
২। কন্ডেসার (Condenser)
৩। স্টেইনার/কিপ্টার ড্রায়ার (Stainer)
৪। ক্যাপিলারি টিউব ( Capillary tube)
৫। ইভাপোরেটর (Evaporator)
৬। রোয়ার ফ্যান (Blower fan)
৭। সাকশন গ্রীল (Suction grill)
৮। রিটার্ন গ্রীল (Retum grill)
৯। প্যানেল বোর্ড (Parnel board)
১০। ফেসিং (Casing) সমন্বয়ে গঠিত।
চিত্র ৪.৫: উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনারের হিমায়ন চক্র
হিমায়ন চক্রে কম্প্রেসর হৃদপিণ্ডের ন্যায় কাজ করে। হিমায়ন চক্রে প্রধান অংশগুলো হল ৪টি (১) কম্প্রেসর (২) কন্ডেন্সার (৩) এক্সপানশন ডিভাইস বা ক্যাপিলারি টিউব এবং (৪) ইভাপোরেটর বা কুলিং করেন।