Summary
উপসর্গ হলো অর্থহীন শব্দাংশ, যা অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে। যেমন, 'অজানা', 'অভিযোগ', 'বেতার' - এখানে 'অ', 'অভি', 'বে' উপসর্গ। একাধিক উপসর্গও একটি শব্দের শুরুতে থাকতে পারে, যেমন 'সম্প্রদান' এবং 'বিনির্মাণ'।
উপসর্গের কাজ:
- নতুন শব্দ তৈরি করা: 'সম্' + 'বাদ' = 'সংবাদ'
- শব্দের অর্থ পরিবর্তন করা: 'সু' + 'নজর' = 'সুনজর' (সংকোচন), 'সম্' + 'পূর্ণ' = 'সম্পূর্ণ' (সম্প্রসারণ)
বাংলা ভাষায় অর্ধশতাধিক উপসর্গ রয়েছে, যা নতুন শব্দ গঠনে এবং অর্থ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে। অজানা (অজানা), অভিযোগ (অভিযোগ), বেতার (বে+তার) প্রভৃতি শব্দের 'অ', 'অভি', 'বে' হলো উপসর্গ।
অনেক সময়ে শব্দের শুরুতে একসঙ্গে একাধিক উপসর্গ বসতে পারে। যেমন, 'সম্প্রদান' শব্দে 'দান'-এর আগে 'সম্' এবং 'প্র' - এই দুটি উপসর্গ যুক্ত হয়েছে। একইভাবে 'বিনির্মাণ' শব্দে 'মান'-এর আগে বসেছে 'বি' এবং 'নির্' উপসর্গ।
উপসর্গের নিজের অর্থ নেই; কিন্তু নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরিতে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য বলা হয়- উপসর্গের অর্থ নেই, কিন্তু অর্থের দ্যোতনা তৈরি করার ক্ষমতা আছে।
বাংলা ভাষায় অর্ধশতাধিক উপসর্গ রয়েছে।
উপসর্গের কাজ
নতুন শব্দ তৈরি করা উপসর্গের কাজ। যেমন সম্+বাদ সংবাদ, বি+বাদ বিবাদ। 'বাদ' শব্দের সঙ্গে 'সম্' এবং 'বি' উপসর্গ যোগ করে নতুন শব্দ 'সংবাদ' ও 'বিবাদ' তৈরি হলো।
উপসর্গের আর একটি কাজ শব্দের অর্থ পরিবর্তন করা। যেমন সু-নজর = সুনজর (অর্থের সংকোচন); সম্+পূর্ণ = সম্পূর্ণ (অর্থের সম্প্রসারণ); গর+হাজির = গরহাজির (বিপরীত অর্থ) ইত্যাদি।
নিচে কয়েকটি সুপরিচিত উপসর্গের অর্থদ্যোতনা, সাধিত শব্দ ও বিশ্লেষণ দেখানো হলো।
| উপসর্গ | শব্দ গঠন | সাধিত শব্দ | দ্যোতনা |
| অ- | অ+কাজ | অকাজ | অনুচিত |
| অ+বোধ | অবোধ | অল্প | |
| অতি- | অতি+কায় | অতিকায় | বৃহৎ |
| অতি+আচার | অত্যাচার | অতিরিক্ত | |
| অধি- | অধি+কার | অধিকার | কর্তৃত্ব |
| অধি+বাসী | অধিবাসী | মধ্যে | |
| অনা- | অনা+বৃষ্টি | অনাবৃষ্টি | অভাব |
| অনা+সৃষ্টি | অনাসৃষ্টি | বাজে | |
| অনু- | অনু+গমন | অনুগমন | পিছনে |
| অনু+রূপ | অনুরূপ | তুল্য | |
| অপ- | অপ+কর্ম | অপকর্ম | মন্দ |
| অপ-সংস্কৃতি | অপসংস্কৃতি | বিকৃত | |
| অব- | অব+দান | অবদান | বিশেষ |
| অব+গুণ্ঠন | অবগুণ্ঠন | অল্প | |
| অভি - | অভি+জ্ঞ | অভিজ্ঞ | সম্যক |
| অভি+জাত | অভিজাত | উত্তম | |
| আ- | আ+রক্ত | আরক্ত | ঈষৎ |
| আ+খাম্বা | আখাম্বা | সদৃশ | |
| উৎ- | উৎক্ষেপণ | উৎক্ষেপণ | ঊর্ধ্বে |
| উৎ+বাস্তু | উদ্বাস্তু | পরিত্যক্ত | |
| উপ- | উপ+কূল | উপকূল | নিকট |
| উপ+ভোগ | উপভোগ | সম্যক | |
| কদ- | কদ+বেল | কদবেল | গৌণ |
| কু- | কু+কাজ | কুকাজ | নিন্দনীয় |
| কু+পথ | কুপথ | অসৎ | |
| গর- | গর+হাজির | গরহাজির | বিপরীত |
| গর+ঠিকানা | গরঠিকানা | ভিন্ন | |
| দর- | দর+দালান | দরদালান | মধ্যস্থ |
| দর+কাঁচা | দরকাঁচা | সামান্য | |
| দুঃ- (দুর্/দুস্) | দুঃ+শাসন | দুঃশাসন | মন্দ |
| দুর্+মূল্য | দুর্মূল্য | অধিক | |
| দুস্+প্রাপ্য | দুষ্প্রাপ্য | অল্প | |
| দুর্+দিন | দুর্দিন | মন্দ | |
| না- | ন+লায়েক | নালায়েক | অপূর্ণ |
| না-হক | নাহক | নেতি | |
| নি- | নি+দারুণ | নিদারুণ | অতিশয় |
| নি+খাদ | নিখাদ | নেই এমন | |
| নিঃ-(নির্/নিস) | নিঃ+শেষ | নিঃশেষ | পুরোপুরি |
| নির্+ধন | নির্ধন | নেই এমন | |
| নির্+গমন | নির্গমন | বাইরে | |
| নিস্+তরঙ্গ | নিস্তরঙ্গ | নেই এমন | |
| নিম- | নিম+খুন | নিমথুন | প্রায় |
| নিম+রাজি | নিমরাজি | অর্ধেক | |
| পরা- | পরা+জয় | পরাজয় | বিপরীত |
| পরা+বাস্তব | পরাবাস্তব | অতিশয় | |
| পরি- | পরি+ত্যাগ | পরিত্যাগ | সম্পূর্ণ |
| পরি+পন্থী | পরিপন্থী | বিরুদ্ধ | |
| পাতি- | পাতি+হাঁস | পাতিহাঁস | ছোটো |
| প্র- | প্র+গতি | প্রগতি | প্রকৃষ্ট |
| প্র+কোপ | প্রকোপ | প্রচণ্ড | |
| প্রতি- | প্রতি+ধ্বনি | প্রতিধ্বনি | তুল্য |
| প্রতি+হিংসা | প্রতিহিংসা | পালটা | |
| বদ- | বদ+মেজাজ | বদমেজাজ | উগ্র |
| বদ+জাত | বজ্জাত | নিন্দনীয় | |
| বি- | বি+ভুঁই | বিভুঁই | ভিন্ন |
| বি+জ্ঞান | বিজ্ঞান | বিশেষ | |
| বে- | বে+দখল | বেদখল | হৃত |
| বে+আইন | বেআইন | বহির্ভূত | |
| ভর- | ভর+পেট | ভরপেট | পূর্ণ |
| ভর+জোয়ার | ভরজোয়ার | চূড়ান্ত | |
| স- | স+ঠিক | সঠিক | সম্পূর্ণ |
| সম্ - | সম্+মুখ | সম্মুখ | অভিমুখে |
| সম্+যোজন | সংযোজন | একত্র | |
| সু- | সু+দিন | সুদিন | ভালো |
| সু+কৌশল | সুকৌশল | চমৎকার | |
| হা- | হা+ভাত | হাভাত | অভাব |
# বহুনির্বাচনী প্রশ্ন
সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও।
১. নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ? ক. প্রবীণ খ. ভিখারি গ. বাবুয়ানা ঘ. সেলাই
২. নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে 'না' উপসর্গ ব্যবহৃত হয়েছে? ক. নাহক খ. নাজুক গ. নালায়েক ঘ. নাদাবি
৩. ঈষৎ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গ যুক্ত শব্দটি? ক. আখাম্বা খ. উপকূল গ. অনভিজ্ঞ ঘ. আরক্ত
৫. নিচের কোনটি উপসর্গ? ক. গুলো খ. উপ গ. টা ঘ. ও
৬. 'পাতি' উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? ক. ছোটো খ. বিপরীত গ. নিম্ন ঘ. শূন্য