উপসর্গ দিয়ে শব্দ গঠন

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নতুন সংস্করণ) - NCTB BOOK

যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে। অজানা (অজানা), অভিযোগ (অভিযোগ), বেতার (বে+তার) প্রভৃতি শব্দের 'অ', 'অভি', 'বে' হলো উপসর্গ।

অনেক সময়ে শব্দের শুরুতে একসঙ্গে একাধিক উপসর্গ বসতে পারে। যেমন, 'সম্প্রদান' শব্দে 'দান'-এর আগে 'সম্' এবং 'প্র' - এই দুটি উপসর্গ যুক্ত হয়েছে। একইভাবে 'বিনির্মাণ' শব্দে 'মান'-এর আগে বসেছে 'বি' এবং 'নির্' উপসর্গ।

উপসর্গের নিজের অর্থ নেই; কিন্তু নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরিতে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য বলা হয়- উপসর্গের অর্থ নেই, কিন্তু অর্থের দ্যোতনা তৈরি করার ক্ষমতা আছে।

বাংলা ভাষায় অর্ধশতাধিক উপসর্গ রয়েছে।

উপসর্গের কাজ

নতুন শব্দ তৈরি করা উপসর্গের কাজ। যেমন সম্+বাদ সংবাদ, বি+বাদ বিবাদ। 'বাদ' শব্দের সঙ্গে 'সম্' এবং 'বি' উপসর্গ যোগ করে নতুন শব্দ 'সংবাদ' ও 'বিবাদ' তৈরি হলো।

উপসর্গের আর একটি কাজ শব্দের অর্থ পরিবর্তন করা। যেমন সু-নজর = সুনজর (অর্থের সংকোচন); সম্+পূর্ণ = সম্পূর্ণ (অর্থের সম্প্রসারণ); গর+হাজির = গরহাজির (বিপরীত অর্থ) ইত্যাদি।

নিচে কয়েকটি সুপরিচিত উপসর্গের অর্থদ্যোতনা, সাধিত শব্দ ও বিশ্লেষণ দেখানো হলো।

উপসর্গশব্দ গঠনসাধিত শব্দদ্যোতনা
অ-অ+কাজঅকাজঅনুচিত
 অ+বোধঅবোধঅল্প
অতি- অতি+কায়অতিকায়বৃহৎ
 অতি+আচারঅত্যাচারঅতিরিক্ত
অধি-অধি+কারঅধিকারকর্তৃত্ব
 অধি+বাসীঅধিবাসীমধ্যে
অনা-অনা+বৃষ্টিঅনাবৃষ্টিঅভাব
 অনা+সৃষ্টিঅনাসৃষ্টিবাজে
অনু-অনু+গমনঅনুগমনপিছনে
 অনু+রূপঅনুরূপতুল্য
অপ-অপ+কর্মঅপকর্মমন্দ
 অপ-সংস্কৃতিঅপসংস্কৃতিবিকৃত
অব-অব+দানঅবদানবিশেষ
 অব+গুণ্ঠনঅবগুণ্ঠনঅল্প
অভি -অভি+জ্ঞঅভিজ্ঞসম্যক
 অভি+জাতঅভিজাতউত্তম
আ-আ+রক্তআরক্তঈষৎ
 আ+খাম্বাআখাম্বাসদৃশ
উৎ-উৎক্ষেপণউৎক্ষেপণঊর্ধ্বে
 উৎ+বাস্তুউদ্বাস্তুপরিত্যক্ত
উপ-উপ+কূলউপকূলনিকট
 উপ+ভোগউপভোগসম্যক
কদ-কদ+বেলকদবেলগৌণ
কু-কু+কাজকুকাজনিন্দনীয়
 কু+পথকুপথঅসৎ
গর-গর+হাজিরগরহাজিরবিপরীত
 গর+ঠিকানাগরঠিকানাভিন্ন
দর-দর+দালানদরদালানমধ্যস্থ
 দর+কাঁচাদরকাঁচাসামান্য
দুঃ- (দুর্‌/দুস্)দুঃ+শাসনদুঃশাসনমন্দ
 দুর্+মূল্যদুর্মূল্যঅধিক
 দুস্+প্রাপ্যদুষ্প্রাপ্যঅল্প
 দুর্+দিনদুর্দিনমন্দ
না-ন+লায়েকনালায়েকঅপূর্ণ
 না-হকনাহকনেতি
নি-নি+দারুণনিদারুণঅতিশয়
 নি+খাদনিখাদনেই এমন
নিঃ-(নির্‌/নিস)নিঃ+শেষনিঃশেষপুরোপুরি
 নির্+ধননির্ধননেই এমন
 নির্+গমননির্গমনবাইরে
 নিস্+তরঙ্গনিস্তরঙ্গনেই এমন
নিম-নিম+খুননিমথুনপ্রায়
 নিম+রাজিনিমরাজিঅর্ধেক
পরা-পরা+জয়পরাজয়বিপরীত
 পরা+বাস্তবপরাবাস্তবঅতিশয়
পরি-পরি+ত্যাগপরিত্যাগসম্পূর্ণ
 পরি+পন্থীপরিপন্থীবিরুদ্ধ
পাতি-পাতি+হাঁসপাতিহাঁসছোটো
প্র-প্র+গতিপ্রগতিপ্রকৃষ্ট
 প্র+কোপপ্রকোপপ্রচণ্ড
প্রতি-প্রতি+ধ্বনিপ্রতিধ্বনিতুল্য
 প্রতি+হিংসাপ্রতিহিংসাপালটা
বদ-বদ+মেজাজবদমেজাজউগ্র
 বদ+জাতবজ্জাতনিন্দনীয়
বি-বি+ভুঁইবিভুঁইভিন্ন
 বি+জ্ঞানবিজ্ঞানবিশেষ
বে-বে+দখলবেদখলহৃত
 বে+আইনবেআইনবহির্ভূত
ভর-ভর+পেটভরপেটপূর্ণ
 ভর+জোয়ারভরজোয়ারচূড়ান্ত
স-স+ঠিকসঠিকসম্পূর্ণ
সম্ -সম্+মুখসম্মুখঅভিমুখে
 সম্+যোজনসংযোজনএকত্র
সু-সু+দিনসুদিনভালো
 সু+কৌশলসুকৌশলচমৎকার
হা-হা+ভাতহাভাতঅভাব
Content added By

সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও। 

১. নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ? ক. প্রবীণ খ. ভিখারি গ. বাবুয়ানা ঘ. সেলাই 

২. নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে 'না' উপসর্গ ব্যবহৃত হয়েছে? ক. নাহক খ. নাজুক গ. নালায়েক ঘ. নাদাবি 

৩. ঈষৎ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গ যুক্ত শব্দটি? ক. আখাম্বা খ. উপকূল গ. অনভিজ্ঞ ঘ. আরক্ত

৫. নিচের কোনটি উপসর্গ? ক. গুলো খ. উপ গ. টা ঘ. ও 

৬. 'পাতি' উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? ক. ছোটো খ. বিপরীত গ. নিম্ন ঘ. শূন্য

Content added By

আরও দেখুন...

Promotion