উপস্থাপন

ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক) - খ্রিস্ট্রধর্ম শিক্ষা - অঞ্জলি ২ | | NCTB BOOK
8
8

সবাইকে শুভেচ্ছা আপন করো এবং সমবেত কণ্ঠে নিচের গানটি গাও।

যীশুর প্রেমে, যীশুর প্রেমে শান্তি সুখ পাই।

 পাশে থাকেন, দৃষ্টি রাখেন জানি সর্বদাই।

 

ধুয়া ভালোবাসেন যীশু নাথ আমায়

 মনে মনে প্রতিক্ষণে প্রাণ জুড়ায়।

 

যীশুর বলে, যীশুর বলে হৃদয় রক্ষা পায়।

 তাঁরে যখন ডাকি, তখন দুঃখ দূরে যায়।

 

যীশুর ইচ্ছা, যীশুর ইচ্ছা পালন করা চাই। 

প্রিয় ত্রাতা জ্যেষ্ঠ ভ্রাতা, ভালোবাসি তাই।

 

যীশুর দয়া, যীশুর দয়ার তো সীমা নাই।

 পড়ে গেলে ধরেন তুলে, পাপের ক্ষমা পাই।

 

যীশুর সেবা, যীশুর সেবা ভালো লাগে ভাই। 

সুযোগ পেয়ে সুখী হয়ে, কার্যে কাল কাটাই।

 

যীশুর হৃদয়, যীশুর হৃদয় ধারণ করা চাই। 

প্রার্থনাতে শাস্ত্রপাঠে রত থাকি তাই

এবার তুমি যে দানের/উপকারের/প্রার্থনার কাজ করেছ তা শ্রেণিকক্ষে উপস্থাপন করো। তোমার সহপাঠীর উপস্থাপনা মনোযোগ দিয়ে শোনো।

 

Content added By
Promotion