উপস্থাপনের তথ্যবিবরণী

অষ্টম শ্রেণি (মাধ্যমিক ২০২৪) - খ্রিষ্টধর্ম শিক্ষা - অঞ্জলি ৩ | | NCTB BOOK
6
6

উপহার ৪৭-৪৮

উপস্থাপনের তথ্যবিবরণী

 

প্রিয় শিক্ষার্থী, উপস্থাপনের পূর্বে ভালোভাবে খেয়াল করো যে নিচের কাঠামো অনুযায়ী তুমি তোমার উপস্থাপনা তৈরি করেছ কি না। তুমি যদি নিচের কাঠামো অনুযায়ী উপস্থাপনের বিবরণীটি তৈরি করো তাহলে তোমার জন্যে উপস্থাপন করতে সহজ হবে।

 

শিরোনাম

তুমি তোমার এলাকায় যে কাজটি করেছ সে কাজের একটি শিরোনাম লেখো।

সূচনা

যেখানে তুমি কাজটি করেছ তার বিবরণী একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদে লেখো।

ভালো কাজটির বর্ণনা

তুমি যে কাজটি করেছ তা কয়েকটি অনুচ্ছেদে লেখো যেমন- কাজটি কত তারিখ করেছ, কখন কাজটি করেছ, কী কাজ করেছ, কীভাবে করছো ও কাজের বিস্তারিত বিবরণী উল্লেখ করো।

ভালো কাজটি বাছাই করার কারণ

কেনো তুমি এই ভালো কাজটি করেছো তা একটি অনুচ্ছেদে বিস্তারিতভাবে লেখো।

শিক্ষার প্রতিফলন

কাজটি করার মাধ্যমে যীশুর শিক্ষার প্রতিফলন কীভাবে ঘটেছে তা একটি অনুচ্ছেদে লেখো।

উপস্থাপনের বিষয়টিকে আনন্দ এবং উৎসাহ দেয়ার জন্যে শিক্ষক একটি ব্যানার তৈরি করবেন। যে ব্যানারে সুন্দর করে 'উপস্থাপন' কথাটি লেখা থাকবে। ব্যানারটি শ্রেণিকক্ষে তোমরা যেখানে উপস্থাপন করবে তার পিছনে টাঙিয়ে দেয়া হবে। ব্যানারটি রঙিন করা হবে।

উপস্থাপন

শিক্ষাসেবা কার্যক্রম ও চিকিৎসাসেবার গুরুত্ব উপলব্ধি করে শিক্ষার্থীর নিজ এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসেবা প্রদান, বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান ও নিজ এলাকার পরিবেশ-পরিচ্ছন্ন রাখা কার্যক্রম অথবা তুমি নিজে উদ্বুদ্ধ হয়ে যে কাজ দুটি করেছ, তার মধ্য থেকে যে কাজটি উপস্থাপন করতে স্বাচ্ছন্দ্যবোধ করো সেই কাজটি শ্রেণিকক্ষে উপস্থাপন করো। পর্যায়ক্রমে তোমাদের সকলকেই উপস্থাপন করতে হবে। যদি দলগতভাবে উপস্থাপনের নির্দেশনা থাকে তাহলে দল থেকে একজনকে উপস্থাপন করতে হবে।

উপস্থাপন শেষ হলে শিক্ষক তোমাকে ফিডব্যাক দেবেন।

Content added || updated By
Promotion