- এবার পাইপকে সুবিধাজনক ক্ল্যাম্প ব্যবহার করে আটকাও।
- ক্ল্যাম্পিং মজবুত হলো কীনা নেড়ে দেখ।
- জোড়ের ওয়েল্ড সম্পন্ন কর (রুটমান বা ত্রিংগার পাস, হট পাল, ফিলিং পাস ও ফাইনাল পাল)
- ওয়েল্ডিং এর সূরা নির্গমনের জন্য নির্গমন সজল সর্বাধিক সুবিধাজনক অবস্থানে অ্যাডজাস্ট করা
- নির্গমন শুরু ।
- রুট রান ওয়েল্ডিং আরম্ভ কর, তোমার সুবিধা মত ৬ ভরুক (6-Oclock) বা ১২ ক (12-Oclock) কোন স্থান থেকে আরম্ভ করতে পার।
- যদি তুমি ডান হাতে ধরেন্ডিং কর, তাহলে বাম প্রান্ত হতে ওয়েন্ডিং আরম্ভ কর। আর যদি বাম হাতে ওয়েল্ডিং কর তবে ডান প্রাপ্ত হতে ওয়েন্ডিং আরম্ভ কর।
- ইলেকট্রোড আনুভূমিক তলের সামান্য নিচে রাখ ১০" এবং প্রায় ৮০° এর দিকে।
- রডের ব্যাসের সমান ব্যাসের 'কী' (Key) হোল বজায় রেখে রুট রান ওয়েন্ডিং শেষ করা।
- চিপিং হ্যামার ও ওয়্যার ব্রাশ যারা রুট রান ভালোভাবে পরিষ্কার কর।
- ওয়েন্ডিং এর কোণ একই রেখে তাড়াতাড়ি ২ট পাস আরম্ভ কর ও হট পাস ওয়েন্ডিং শেষ করা।
- হট পাস শেষে ওয়েন্ডিং স্থান ভালোভাবে পরিষ্কার কর।
- এরপর প্রতি রানের পর ভালোভাবে জোড় স্থান পরিষ্কার করে ফিলিং রানসমূহ দাও ও ফাইনাল রান টেনে ওয়েল্ডিং সমাপ্ত কর।
১। উলম্ব অবস্থানে পাইপ বাট জোড়ের নিমিত্তে কার্যবস্তুর প্রস্তুত প্রণালি বর্ণনা কর।
২। উলম্ব অবস্থানে পাইপ বাট জোড়ের নিমিত্তে ট্যাক ওয়েল্ড এর নিয়ম বর্ণনা কর।
৩। উলম্ব অবস্থানে ওয়ার্কপিস আটকানোর পদ্ধতি উল্লেখ কর।
৪। বাট জোড়ের প্রথম রানের ইলেকট্রোড অ্যাংগেল গতি ও আর্ক লেংথ উল্লেখ কর।
৫। দ্বিতীয় ও অন্যান্য রানের ক্ষেত্রে ইলেকট্রোডের অ্যাংগেল গতি ও বুননের নিয়ম-কানুন বর্ণনা কর ।
৬। ওয়েল্ড জোড় শেষে জোড়ের ত্রুটি-বিচ্যুতি শনাক্ত কর এবং এর কারণ বর্ণনা কর।
Read more