একটি বহুতল আবাসিক ইমারতের বিভিন্ন ফ্লোর

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
  • বেজমেন্ট ফ্লোর (Basement Floor ) 
  • গ্রাউন্ড ফ্লোর (Ground Floor) বা নিচ তলা বা প্রথম তলা  
  • টিপিক্যাল ফ্লোর (Typical Floor) [ফ্লোরসমূহ একই হলে আলাদা আলাদা প্রতিটি ফ্লোর না লিখে টিপিক্যাল ফ্লোর লিখা হয় ।] 
  • দ্বিতীয় তলা (1st Floor ) 
  • তৃতীয় তলা (2nd Floor) 
  • চতুর্থ তলা (3rd Floor ) 
  • পঞ্চম তলা (4th Floor) 
  • ষষ্ঠ ও অন্যান্য (যতটি ফ্লোর থাকবে) (5th Floor.......) 
  • টপ ফ্লোর [Top Floor] 
  • রুফ টেরাস (যদি থাকে) [Roof Terrace]। 
  • পেন্ট হাউজ (যদি থাকে) [Pent House] 
  • মেজানাইন ফ্লোর (যদি থাকে) [Mezzanine Floor]

বেজমেন্ট ফ্লোর (Basement Floor): মাটির নিচে অর্থাৎ ভূমিতলের (Ground Level) নিচে যে ফ্লোর তৈরি করা হয় তাকে বেজমেন্ট ফ্লোর (Basement Floor) বলে। এটি এক বা একাধিক ফ্লোর বিশিষ্ট হতে পারে। পার্কিং, ওয়ার্কশপ, হল রুম, কমিউনিটি হল, চিত্তবিনাদেন বা খেলাধুলা ইত্যাদি উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে।

গ্রাউন্ড ফ্লোর বা নিচ তলা বা প্রথম তলা (Ground Floor): মাটির বা ভূমির উপর প্রথম যে ফ্লোর তৈরি করা হয় তাকে গ্রাউন্ড ফ্লোর (Ground Floor) বলে। যে সকল স্থানে বেজমেন্ট ফ্লোর করা হয় না সে ক্ষেত্রে বেজমেন্টের মত একই উদ্দেশ্যে ব্যবহার করা হয়। বেজমেন্ট থাকলে মোটর রুম, জেনারেটর রুম, গার্ডরুম, খেলাধুলার স্থান, কিংবা কখনও কখনও ছোট কোন ফ্লাটও তৈরি করা হয়ে থাকে।

টিপিক্যাল ফ্লোর (Typical Floor): পরপর ফ্লোরসমূহ একই রকম হলে তাদেরকে একত্রে টিপিক্যাল ফ্লোর (Typical Floor) বলে। তবে এটি শুধু ডিজাইন বা ড্রয়িং-এ প্রযোজ্য। বাস্তবে প্রতিটি ফ্লোরকে আলাদা আলাদা নামে বলা হয় যেমন— দ্বিতীয়, তৃতীয়, বা চতুর্থ তলা ইত্যাদি ।

দ্বিতীয় তলা (1st Floor): নিচ তলার উপরের অর্থাৎ নিচ থেকে দ্বিতীয় অবস্থানে অবস্থিত তলাকে দ্বিতীয় তলা (1st Floor) বলে। যদিও দ্বিতীয় অবস্থানে অবস্থিত তথাপি আমেরিকান প্রথায় একে ফার্স্ট ফ্লোর বলে কিন্তু ব্রিটিশ প্রথায় একে সেকেন্ড ফ্লোর বলে ।

তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও ততোধিক তলা (2nd 3rd 4th 5th.... Floor): যত তলা বিশিষ্ট হোক না কেন নিচের থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, বা ষষ্ঠ যেই অবস্থানে যে ফ্লোর অবস্থিত সেই অনুযায়ী বাংলায় যথাক্রমে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ তলা ও ইংরেজিতে একটি সংখ্যা কম করে ফ্লোরের নামকরণ (2nd 3rd 4th 5th.... Floor) করা হয়ে থাকে ।

টপ ফ্লোর: সবচেয়ে উপরে অবস্থিত ফ্লোরকে টপ ফ্লোর (Top Floor) বলা হয় । 

রুফ টেরাস (Roof Terrace): ছাদের উপরে কোনো আনুষাঙ্গিক কাঠামো নির্মাণ করা হলে যেমন— পারগোলা (জালির ন্যায় ফাঁকা যুক্ত ছাদ), বাগান, হল রুম, কিছু অংশ শেড বা ছাউনি ইত্যাদি তৈরি করা হলে এর ব্যবহার পরিবর্তন হয়ে যায়। এরূপ কাজে ব্যবহার হলে তখন ছাদকে রুফ টেরাস বলে । 

পেন্ট হাউস (Pent House): ছাদের অর্ধাংশ বা অংশ বিশেষ রুফ টেরাস, বাকি অংশে অপেক্ষাকৃত বিলাসবহুল বাড়ি তৈরি হলে টেরাসসহ সম্পূর্ণ বাড়িটিকে সাধারণভাবে পেন্ট হাউস (Pent House) বলে।

মেজানাইন ফ্লোর (Mezzanine Floor) : দুটি প্রধান ফ্লোর যেমন দ্বিতীয় ও তৃতীয় তলা-এর মাঝে যে কোনো উচ্চতায় (সাধারণত Men Height এ) অন্য একটি আংশিক বা কিছু অংশ পর্যন্ত একটি ফ্লোর নির্মাণ করা হলে তাকে মেজানাইন ফ্লোর (Mezzanine Floor) বলে। এটি সাধারণত ডাবল হাইট স্পেসে বেশি ব্যবহার হয়ে থাকে। এছাড়া অ্যাপার্টমেন্টের লবি বা রিসিপশন, কমন এরিয়া, লিভিং বা ফ্যামিলি লিভিং ইত্যাদি এরিয়াতে তৈরি করা হয় ।

Content added By
Promotion