একাদশঃ পাঠঃ স্ত্রী প্রত্যয়

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - সংস্কৃত - তৃতীয় ভাগঃ তৃতীয়ঃ | NCTB BOOK

কোকিল + টা (আ) কোকিলা নর্তক + ভীষু (ঈ) = শর্ত

উপরে দুটো উদাহরণ প্রদত্ত হয়েছে। প্রথম উদাহরণে 'কোকিল' একটি পুংলিঙ্গ শব্দ। এর সঙ্গে 'টাপ' প্রত্যয়যোগে 'কোকিলা' এই স্ত্রীলিঙ্গ শব্দটি গঠিত হয়েছে। দ্বিতীয় উদাহরণে 'নর্তক' এই পুত্রলিঙ্গ শব্দটির সঙ্গে 'ডী' প্রত্যয়যোগে 'নর্তকী' শব্দটি গঠন করা হয়েছে। এরূপ-

যেসব প্রত্যয় পুংলিঙ্গ শব্দের সাথে যুক্ত হয়ে স্ত্রীলিঙ্গ শব্দ গঠন করে, তাদেরকে স্ত্রী প্রতায় বলা হয়। টাপ দ্বীপ, ভী ডীন, ঊ, প্রকৃতি উল্লেখযোগ্য স্ত্রী প্রভায়। টাপ্‌ এর আ, দ্বীপ, স্ত্রী, ও জীনের 'ঈ' এবং উত্ত, এর উ পুংলিঙ্গ শব্দের সঙ্গে যুক্ত হয়ে স্ত্রীলিঙ্গ শব্দ গঠন করে। নিম্নে এদের ব্যবহার বিধি প্রদর্শন করা হচ্ছে।

টা (আ)

১। অঙ্গ প্রভৃতি শব্দ এবং অ-কারান্ত শব্দের উত্তর টা হয়। যেমন-

পুংলিঙ্গা

পুংলিঙ্গা

জ্যেষ্ঠ

মনোহর

জ্যেষ্ঠা

মনোহরা

কৃশ

চতুর

চতুরা

২। টা প্রতায় পরে থাকলে প্রত্যয়ের ক-কারের পূর্ববর্তী অ-কার স্থানে ই-কার হয়। যথা-

পুংলিঙ্গ

নায়ক

পুংলিঙ্গ

নায়িকা

পাচিকা

পাঠক

সাধক

পাচক

সম্পাদক

সম্পাদিকা

গায়িকা

পাঠিকা সাধিকা

১। অ-কারান্ত ও -কারান্ত শব্দের উত্তর সূরীলিঙ্গে ডীপ হয়। যেমন-

সী

রাজন

কর্তৃ

মানিন

নেতৃ

শুন

ি

মানিনী

মেধাবিন

ধাতৃ

মেধাবিনী

২। যজ্ঞফলের অংশভাগিনী হলে 'পতি' শব্দের 'ই' স্থানে ন এবং তারপর ডীপ প্রত্যয় হয়। যেমন- পতিঃ

৩। উ এবং বই যায়, এরূপ প্রত্যায়ান্ত শব্দের উত্তর স্ত্রীলিঙ্গো তী হয়। মতুপ, ভবভু, ঈশ্বসুন, প্রভৃতি

প্রত্যয়ের উ- কার এবং "শত্রু' প্রত্যয়ের ঋ-কার ইং যায়। যেমন-

মতুপ-

শ্রীমতী,

বুদ্ধিমত্

শ্রীমৎ জ্ঞাবন‍ জ্ঞানবর্তী,

গভবতী,

শুবতী লক্ষীয়সী

গতবহু গরীয়ান গরীয়সী,

৪। ভী প্রত্যয় হলে, ভ্লাদি ও দিবাদি গণীয় ধাতুর উত্তর যুক্ত শতৃ প্রত্যয়ে নৃ-এর আগম হয় এবং মৃ

পূর্ববর্তী ও-কারে মিলিত হয়। যেমন-

ভবৎ (তৃ + তৃ যাবৎ (ধাব্ + শত

ধাবন্তী

দীবাৎ (দিব্‌ + পতৃ)

দীবান্তী

পশাৎ (দৃশ + শতৃ)

১। জায়া অর্থে জাতিবাচক অ-কারান্ত শব্দের উত্তর স্ত্রীলিঙ্গো ভীযূ হয়। যেমন-

বৈশ্য বৈশ ২। ইন্দ্র, বরুণ, ভব, শর্ব, রুদ্র, মাতুল ও আচার্য শব্দের উত্তর স্ত্রীলিকো প্রথমে আনুক (আন) আগম হয় ও পরে ভী হয়। যেমন-

ইন্দ্ৰ ইন্দ্ৰানী (ইন্দ্ৰ + আ = ইন্দ্ৰান, ইন্দ্রান

বরুণ-বরুণানী (বরুণ + আ = বৰুণান, বৰুণান্ + ঈ) ভব-ভবানী (ভব + আ = ভবান, ভবান্ + ঈ) রুদ্র- রুদ্রানী (রুদ্র + আৰু = মাতুল মাতুলানী (মাতুল + আ = মাতুলান, মাতুলা আচার্য- আচার্যাণী (আচার্য + আন = আচার্যান, আচার্যান + ঈ)

01 মহত্ত্ব বোঝাতে হিম ও অরণ্য শব্দের উত্তর আনুক ও ভী হয়। যেমন-

হিম হিমানী (হিম + আ + 9) ৎ হিম

অরণ্য- অরণ্যানী (অরণ্য + আ + ঈ) মহৎ অরণ্য।

81 'খ' ইৎ যায় এরূপ প্রত্যয়াপ্ত শব্দ এবং গৌর প্রভৃতি শব্দের উত্তর স্ত্রীলিঙ্গে ভীষ হয়। যেমন-

য ইং প্রত্যয়ান্ত শব্দ-

গৌর

নট

মাতামহ

গৌরী

নটী

গৌৱাদি শব্দ-

নক

মাতামহী

৫। ভীষ যুক্ত হলে মৎস্য শব্দের য-কারের লোপ হয়। যেমন- মৎস্য-মসী।

দেবতা বোঝালে 'সূর্য' শব্দের উত্তর সত্রীলিঙ্গে আপ হয়। যেমন- সূর্যস্য ত্রী = দেবতা না বোঝালে ভী হয়। যেমন- সূর্যস্য স্ত্রী সুরী (কুষী)।

অধ্যাপিকা অর্থৈ 'আচার্য' শব্দের উত্তর টা হয়। যেমন- আচার্যা। ৮। লিপি অর্থে 'যবন' শব্দের উত্তর আনুক ও ভী হয়। যেমন- যবনানাং লিপিঃ = যবনানী (যবন +

আ + ঈ)। স্ত্রী অর্থে ভী হয়। যেমন- যখন ভী যবনী।

৯। স্থল, নীল, নাগ প্রভৃতি শব্দের উত্তর বিকল্পে তী ও টাপ হয় এবং পরস্পর অর্থের প্রভেদ ঘটে। যেমন-

স্থলী (স্থল + ভীষ) অকৃত্রিম ভূমি স্থলা (স্থল + টাপ) কৃত্রিম ভূমি ।

-কবরী (কবর + ভীষ) চুলে খোঁপা

- কবরা (কবর + টাপ) বিচিত্রা নাগী (নাগ) হস্তিনী

- মাগা (নাগ টা) সী

কাল

-কালী (কালী কৃষ্ণ ব - কালা (কাল + টা) ওষধিবিশেষ

- (+) ঙ, নীলগাছ - (+ টা) নীল রঙে রঞ্জিতা শাড়ি।

“উ প্রত্যয়”

'শ্বশুর' শব্দের উত্তর স্ত্রীলিঙ্গে উচু হয় এবং 'শ্বশুর' শব্দের উ-কার ও অ-কারের লোপ হয়। যেমন- শ্বশুর +উঙ্ - শশ্বশ্রু

Content added By

আরও দেখুন...

Promotion