# বহুনির্বাচনী প্রশ্ন
ছিনতাইয়ের অভিযোগে কামাল সাহেবের একমাত্র ছেলে লাবিবকে ধরে নিয়ে গেছে পুলিশ। খবর পেয়েও কামাল সাহেব থানায় যাননি। তিনি মনেপ্রাণে ছেলের শাস্তি কামনা করেন।
অসংখ্য মানুষ পিঁপড়ার মতো ছুটছিল। মাথায় স্যুটকেস, বগলে কাপড়ের গাঁটরি। হাতে হারিকেন, কোমরে বাচ্চা। চোখে মুখে কী এক অস্থির আতঙ্ক। সহসা কে যেন বলল, ওদিকে যাবেন না। মিলিটারি। নৌকায় করে লোকজন সব ওপারে পালাচ্ছিল। মিলিটারি ওদের ওপর গুলি করেছে। নদীতে অনেক লাশ পড়ে আছে।
প্রীতিলতা চট্টগ্রামে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে ধরা পড়েন। কোনো তথ্য যাতে বের করতে না পারে, সে কারণে তিনি স্বেচ্ছায় আত্মহত্যা করেন। প্রীতিলতার পথ ধরেই দেশ ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়।
Read more