ওয়েন্ডিং কাজে সচরাচর ব্যবহৃত পাওয়ার টুলস ও এর ব্যবহার

এসএসসি(ভোকেশনাল) - জেনারেল মেকানিক্স- ২ - দ্বিতীয় পত্র | NCTB BOOK

১) অ্যান্জেল গ্রাইন্ডার (Angle Grinder) এই প্রাইভারকে সাইড (Ride Grinder) গ্রাইন্ডারও বলে এবং এটি দিয়ে ধাতব খন্ডের উপরিতল ঘর্ষণ করে মসৃণ এবং পলিশ (Polish) করা যায়। অ্যাঙ্গেল গ্রাইন্ডার বৈদ্যুতিক মটর চালিত। ধাতু ক্ষয় করার জন্য এতে একটি ধর্ষণকারী ডিঙ্ক (Abrasive Disc), একটি এডজাস্টেবল পার্ট (Adjustable Guard) এবং একটি প্রধান হাতল ছাড়াও ধরার সুবিধার জন্য আরও একটি পার্শ্ব হাতল (Side Handle) চ্ছ। ফলে দু'হাতে ধরে সুবিধাজনকভাবে কাজ করা যায়।

বিভিন্ন ধাতুতে বিভিন্ন প্রকার কাজের জন্য বাজারে অনেক রকম ঘর্ষণকারী ভিঙ্ক পাওয়া যায়। এ প্লাইভার এ 'কাটিং ডিস্ক' সেট করে ধাতু কাটার কাজও করা যায়। চিত্র-১.৫৮ তে সাধারণ কাজে ব্যবহৃত ১১৫ সিমি ব্যাসের একটি কাটিং ডিস্ক দেখানো হলো।

ধাতুর জলে বিভিন্ন প্রকার অপারেশন যেমন- প্রাইভিং, স্যান্ডিং, ব্রাশিং এবং পলিশিং অপারেশন সম্পন্ন করার জন্য বিভিন্ন প্রকার ডিস্ক ও হুইল ব্যবহৃত হয়। চিত্র-১.৫৯ তে বহুল ব্যবহৃত কিছু প্রাইভিং হুইল, ডিস্ক ও এটাচমেন্ট দেখানো হলো। গ্রাইন্ডিং হুইলগুলো সাধারণত ১১৫ মিমি., ১২৫ মিমি, এবং ২৩০ মিমি ব্যাসের হয়। গুড ওয়েন্ডিং এ গুড কাটার জন্য এ প্রাইন্ডার বিশেষ উপযোগী।

২) বেঞ্চ গ্রাইন্ডার (Bench Grinder)

টেবিল বা ওয়ার্কিং বেঞ্চের উপর স্থাপন করে এ গ্রাইন্ডার দিয়ে বিভিন্ন অপারেশন সম্পন্ন করা হয় বলে এর এরূপ নামকরণ (চিত্র-১.৬১/ বেঞ্চ প্রাইভারে দু'টি গ্রাইন্ডিং হুইল সেট করার ব্যবস্থা আছে। বিভিন্ন ধাতু এবং বিভিন্ন গ্রেডের মসৃণতা পেতে এখানে বিভিন্ন প্রকার হইল সেট করা যায়। এটি দিয়ে টুল বিট, ড্রিল বিট, চিজেল ইত্যাদি ধার দেওয়া যায়। নিরাপত্তার জন্য হইল গার্ড, স্পার্ক জ্যারেস্টার ও জবকে সাপোর্ট দিতে টুম রেস্ট আছে। ওয়েন্ডিং ফিটিং কাজের পূর্বে রাফ আকৃতি প্রদান করতে এটি অধিক উপযোগী।

৩) হ্যান্ড ড্রিল মেশিন (Hand Drill Machine)

যখন কোনো জবকে পেডেন্টাল ড্রিল এ ছিল করার সুযোগ থাকে না তখন এই ড্রিল অধিক উপযোগী (চিত্র-২.৬২)। এ ড্রিল বৈদ্যুতিক মোটর চানিত ও অপেক্ষাকৃত হালকা হওয়ায় এটিকে সহজেই স্থানান্তর করে বিভিন্ন স্থানে বহন করে প্রয়োজনে ব্যবহার করা যায়। এর তিন চাক (Drill Chuck) এ বিভিন্ন ধরনের मি বিচ (Drill bit) সেট করে মাতু, প্লাস্টিক কংক্রিটের উপর সহজেই ছিন্ন করা যায়।

এটি একটি ঘূর্ণায়মান ও চোখা ৰিট সংযুক্ত যন্ত্র হওয়ায় এর ব্যবহারে যথেষ্ট সতর্কতা লম্ব করা প্রয়োজন। ঘরের দেওয়ালে বা অন্য কোন অজানা স্থানে ড্রিল করার সময় উক্ত স্থানের নিচে কোনো কনসিদ্ধ বিদ্যুৎ লাইন আছে কি না তা নিশ্চিত হতে হবে। না হলে বৈদ্যুতিক শক লেগে মূর্ঘটনা ঘটতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

৪) সার্কুলার 'স' মেশিন (Circular Saw Machine)

বিভিন্ন ধরনের রেড ব্যবহার করে এ 'স' দিয়ে (চিত্র-২.৬৩) কাঠ, ধাতু, প্লাস্টিক এর স্ট্রেইট কাট, ক্রস কাট ও বিলে কাট সম্পন্ন করা যায়। চিত্র-২.৬৪ অনুযায়ী 'ডেপথ্ অ্যাডজাস্টমেন্ট ডিভাইস' এ 'কাটিং ডেপথ্ অ্যাডজাস্ট করে বেজ প্লেটেটি কার্যবস্তুর উপর রেখে ট্রিগার সুইচ অন করতে হবে। এবার হাতল দু'টি ধরে নিচের দিকে চাপ দিয়ে সামনে চালনা করলে কাটা সম্পন্ন হবে। 'বিকেল অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্ট করে এ 'স' দিয়ে ৰিতেল কৰ্তনও করা যায়।

৫) পাওয়ার হ্যাকস মেশিন (Power Hack Saw Machine )

কোনো ধাতৰ ৰঘুকে কাটতে (Cut Across A মেশিন ব্যবহৃত হয়। বৈদ্যুতিক মটর চালিত হওয়ায় মেশিনটির সাহায্যে যে সকল খাতব খণ্ডের ন্যাস বা পুরুত্ব অনেক বেশি এবং ধাতু অনেক শক্ত এ সব ধাতুগুলোকে স্লাইস (Slice) আকারে সহজে কাটতে পারা যায়। টাংস্টেন স্টিল বা হাই স্পিড লি ধাতু দিয়ে তৈরি একটি ব্রেড ধাতু কর্তনের কাজটি সম্পন্ন করে। উক্ত গ্রেডের ধার নষ্ট হলে বা ভেঙে গেলে নতুন ব্ৰেড প্রতিস্থাপন করা যায়।

৬) পেডেস্টাল গ্রাইন্ডার (Pedestal Grinder) :

এটির কাজও বেঞ্চ গ্রাইন্ডারের অনুরূপ, পার্থক্য শুধু বেঞ্চ গ্রাইন্ডার ওয়ার্কিং বেঞ্চের উপর আর পেডেন্টাল গ্রাইন্ডার এর ফুটিং ( Footing) ওয়ার্কশপের মেঝেতে নাট বোল্টের মাধ্যমে আটকানো থাকে। পেডেস্টাল গ্রাইন্ডার সাধারণত ভারি কাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এটি দিয়েও টুল বিট, ড্রিল বিট, চিজেল ইত্যাদি যার দেওয়া যায়। নিরাপত্তার জন্য হুইল গার্ড (Wheel Cruard), স্পার্ক অ্যারেস্টার (Spark Arrester) ও ক্ষাকে সাপোর্ট দিতে টুল রেস্ট (Tool Rest) বা ওয়ার্ক টেবিল আছে (Work Table )। ওয়েন্ডিং ও ফিটিং কাজের পূর্বে রাফ আকৃতি প্রদান করতে এটিও অধিক উপযোগী।

(৭) পেডেস্টাল ড্রিল (Pedestal Drill)

পেডেন্টাল ড্রিল প্রধানত বিভিন্ন ধাতু, প্লাস্টিক, কাঠ ইত্যাদি এর উপর ফিল হোল করার জন্য ব্যবহৃত হয়। এছাড়াও সিলিন্ডিক্যান হোলকে অপেক্ষাকৃত বড় (Enlarge) করতে এবং কাউন্টার বোরিং (Counter Baring), কাউন্টার সিংকিং (Counter Sinking) অথবা রিমিং (Reaming) করতে এ ছিল বিশেষ উপযোগী। এ ড্রিলকে পিলার চিল (Piller Drill) বা কলাম ডিন (Colum Drill) ও বলা হয়ে থাকে, কারণ এর একটি পিলার আছে যেটি বরাবর এর জন বাঁধার জন্য নির্ধারিত টেবিলকে উপরে নিচে উঠানামা করিয়ে বিভিন্ন মাপের জবকে ড্রিল করা যায় |

৮) কাট অফ 'স' (Cut off Saw)

এ 'স' দিয়ে বিভিন্ন রত (Rod), ফ্লাট ৰাৱ (Flat Bar), অ্যাঙ্গেলবার (Angle Bar), চ্যানেল বার (Channel Bar), (Square Bar), কম ্যাসের পাইপ ইত্যাদি করা যায় (চিত্র-২.৬৭)। এ মেশিনে একটি সার্কুলার শ্রেষ থাকে যেটি একটি বৈদ্যুতিক মোটরের সাহাে চাণিত হয়। জনকে ডাইসে রেখে মোটর চালু করলে সার্কুলার রেডটি ঘুরতে থাকে। এ অবস্থার হাতনকে ধরে নিচের দিকে এনে জনের উপর আে আতে চাপ প্রদান করলে পুরষ ব্রেডের বর্ষণে বটি দ্বিখন্ধিত হয়।

Content added || updated By
Promotion