ওয়েল্ডিং কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস পরিচিতি

এসএসসি(ভোকেশনাল) - জেনারেল মেকানিক্স- ২ - দ্বিতীয় পত্র | | NCTB BOOK
5
5

হ্যাকস (Hacksaw)

এটি এক ধরনের ছোট ছোট দাঁতসম্বলিত করাত। হ্যাকস বিভিন্ন ধাতব শক্ত কাটার জন্য ডিজাইন করা হলেও এর সাহায্যে প্লাস্টিক ও কাঠ জাতীয় বস্তুও বেশ আয়াশেই কাটতে পারা যায়। C-আকৃতির একটি ফ্রেমের দুই প্রান্তে ছোট দু'টি পিন বা স্টাড (Stud) আছে, যেখানে নতুন নতুন ব্ৰেড লাগানো যায়। হাতে ধরার জন্য এক প্রান্তে একটি হাতল (Handle) আছে।

চিত্র-১.১৫ হ্যাকস ফেনের বিভিন্ন অংশ

হ্যাক'স ফ্লেম দুই প্রকার। যথা-

১) সলিড ফ্রেম (Solid Frame)

এ ধরনের ফ্রেমের দৈর্ঘ্য কম বেশি বা ছোট বড় করা যায় না। ফলে এ ফ্রেমে কেবলমাত্র একই দৈর্ঘ্য মাপের ব্লেড লাগানো যায়। নিচের চিত্র-১.১৬ এবং চিত্র-১.১৭-এ দুই ধরনের হাতলওয়ালা সদিড ফ্রেম হ্যাকস দেখানো হলো।

২) অ্যাডজাস্টেবল ফ্রেম (Adjustable Frame):

এ ধরনের ফ্রেমের দৈর্ঘ্য প্রয়োজনে ছোট বড় করা যায়। ফলে এ ফ্রেমে বিভিন্ন দৈর্ঘ্য মাপের রেড লাগানো যায়। নিচের চিত্র-১.১৮ (ক) ও ১.১৮ (খ) তে দু'ধরনের এডজাস্টেবল হ্যাক'স ফ্রেম দেখানো হলো। প্রথম ধরনের ফ্রেমকে ভেঙ্গে নিয়ে এবং দ্বিতীয় ধরনের ফ্রেমের [চিত্র. ১.১৮(খ)] অ্যাডজাস্টিং পিনখুলে ব্রেডের মাগ মোতাবেক সমন্বয় করে লাগানো যায়।

হ্যাক'স ব্লেড  (Hacksaw Blade):

হ্যাকস ব্ৰেডই সুলভ হ্যাকস এর কাটার কাজ সম্পন্ন করে। এ ব্রেডের দুই প্রান্তে দু'টি ছিদ্র থাকে- এ ছিদ্র দুটির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বকেই ব্রেডের দৈর্ঘ্য বলে (চিত্র ১.১৯)। বাজারে প্রচলিত রেডগুলির দৈর্ঘ্য ২৫০ মিলিমিটার হতে ৩০০ মিলিমিটার, তবে ১৫০ মিলিমিটার দৈর্ঘ্যরে ব্রেডও পাওয়া যায়। এগুলো চওড়া ১২ মিলিমিটার হতে ১৬ মিলিমিটার এবং পুরুত্ব ০.৭৫ মিলিমিটার হতে ১.৬ মিলিমিটার হয়ে থাকে; তবে ০.৬৩ মিলিমিটার পুরুত্বের ব্রেডই সচরাচর ব্যবহৃত হয়। প্রতি ইঞ্চিতে দাঁতের সংখ্যা বিভিন্ন হলেও, ওয়ার্কশপে সাধারণত কাজের জন্য প্রতি ইঞ্চিতে ১৪ দাঁতের ব্রেড ব্যবহৃত হয়। মোটা বা বেশি পুরুত্বের ধাতু কাটার জন্য প্রতি ইঞ্চি অল্প দাঁত সংখ্যা বিশিষ্ট ব্রেড ব্যবহৃত হয়। কোন একটি ধাতু কাটার সময় লক্ষ্য করা উচিত যে স্থানটি কাটা হচ্ছে সেই স্থানের উপর কমপক্ষে দুই বা তিনটি দাঁতের সংকুলান হতে হবে নতুবা ব্লেড ভেদে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

চিত্র-১.১৯ হ্যাকস ব্লেডের বিভিন্ন অংশ

কাঠিন্যতার উপর নির্ভর করে হ্যাকস ব্লেড দুই ধরনের হয়ে থাকে। যথা- ১) জন হার্ড হ্যাকস ব্রেড (All Hard Hacksaw Blade): এটি অপেক্ষাকৃত হার্ড বা কঠিন, তবে দাঁত ভাঙ্গার পূর্ব মুহুর্ত পর্যন্ত এর ধার বজায় থাকে (চিত্র-১.১৮)। এ ধরনের রেড অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করতে হয়; কারণ একটু বেশি চাপ পড়লেই ব্লেড ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে।

চিত্র-১.২০ অল হার্ড হ্যাকস রেড

২) ফ্লেক্সিবল ব্যাক হ্যাকস ব্রেড (Flexible Back Hacksaw Blade ) :

এ ব্লেডের কেবলমাত্র দাঁতগুলো হার্ড এবং ব্লেডের ব্যাকিং (Backing) ফ্লেক্সিবল যাতুর পাত দিয়ে গঠিত হওয়ায় এটি অলহার্ড ব্লেড অপেক্ষা কম ভঙ্গুর (Less Brittle) হয়; তবে এর ধার অতি দ্রুত ভোতা হয়ে যায়। একটু বেশি চাপ পড়লেও ব্রেড সহজে ভেঙ্গে যায় না। অস্বাভাবিক পরিস্থিতি ও অল্প স্পেসে কাজ করার জন্য এ ধরনের ব্রেড খুবই উপযোগি। এ ব্লেড গুলো আবার একদিকে দাঁতবিশিষ্ট (চিত্র-১.২১ (ক)] ও উভয়দিকে দাঁত বিশিষ্ট (চিত্র 1.21 (7) } হয়ে থাকে।

চিত্র-১.১৮ (খ) উভয়দিকে দাঁত বিশিষ্ট ফ্লেক্সিবল ব্যাক হ্যাক'স ব্লেড

হ্যাকস রেডের গীত সংখ্যা

হ্যাকস ব্রেডের প্রতি ইঞ্চিতে দাঁতের সংখ্যা (Tooth Per Inch) কে সংক্ষেপে TPI বলে (চিত্র-১.২২)।

চিত্র-১.২২ হ্যাকস ব্লেডের প্রতি ইঞ্চিতে দাঁতের সংখ্যা যেভাবে হিসাব করতে হয়

দাঁত (Teeth) সংখ্যার উপর নির্ভর করে হ্যাকস ব্লেড চার ধরনের হয়ে থাকে। যথা- ১. কোর্স গ্রেড হ্যাক'স ব্লেড (Course Grade Hacksaw Blade) এ ব্লেড নরম ধাতু যেমন-মাইল্ড স্টিল (Mild Steel), অ্যালুমিনিয়াম (Aluminium), পিতল (Brass) ইত্যাদি ধাতু কাটার কাজে ব্যবহৃত হয়। এ ধরনের ব্লেড প্রতি ইঞ্চিতে ১৪ হতে ১৮ টি দাঁত ( ১৪ to ১৮ TPI) থাকে।

২. মিডিয়াম গ্রেড হ্যাক'স ব্লেড (Medium Grade Hacksaw Blade)

এ ব্লেড সব ধরনের ধাতু যেমন-ঢালাই লোহা (Cas Iron), টুল স্টিল (Tool Steel), অ্যালুমিনিয়াম, পিতল, হাই কার্বন স্টিল (High Carbon Steel) ইত্যাদি ধাতু কাটার কাজে ব্যবহৃত হয়। এ ধরনের ব্লেডে প্রতি ইঞ্চিতে ২০ হতে ২৪ টি দাঁত (20 to 24 TPI) থাকে।

৩. ফাইন গ্রেড হ্যাক’স ব্লেড (Fine Grade Hacksaw Blade )

এ ব্লেডে প্রধানত পাতলা পাইপ (Thin pipe), শিট (Sheet), টিউব (Tube) ইত্যাদি ধাতু কাটার কাজে ব্যবহৃত হয়। এ ধরনের ব্লেডে প্রতি ইঞ্চিতে ২৪ হতে ৩০ টি দাঁত (24 to 30 TPI) থাকে। ৪. সুপার ফাইন গ্রেড হ্যাকস ব্লেড (Super Grade Hacksaw Blade )

সব ধরনের অস্বাভাবিক শক্ত ধাতু ও পাতলা ধাতব শিট (Thin Metal Sheet) কাটতে এক ধরনের পাতলা ব্লেড ব্যবহৃত হয়। এ ধরনের ব্লেডে প্রতি ইঞ্চিতে ৩০ হতে ৩২ টি দাঁত থাকে। উপর্যুক্ত চার ধরনের ব্লেডেরই এক অথবা উভয় পাশে দাঁত কাটা থাকে।

Content added || updated By
Promotion