ওয়েল্ডিং নিরীক্ষণ করা

এসএসসি(ভোকেশনাল) - ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

কথায় বলে Prevention is better than Cure অর্থাৎ প্রতিরোধ সর্বোত্তম পন্থা। তাই জোড় করার সময় যদি ভালো তদারকি করা হয়, তবে ত্রুটি বিচ্যুতি অনেক বেশি ধরা পড়ে। যা নিরাময় করা সম্ভব হয়। জোড়ের সময় দেখতে হবে - 

  • ইলেকট্রোডের কোণ ঠিক আছে কীনা?
  • ইলেকট্রোড চালনার গতি ঠিক আছে কীনা?
  • আর্ক লেংথ সঠিকভাবে বজায় রেখেছে কীনা?
  • রানের বিডের বুননগুলো টিকমত হচ্ছে কীনা?
  • প্রতি রানের পর জোড়স্থান ভালোভাবে পরিষ্কার করছে কীনা?

জোড় প্রস্তুতির পর জোড় মূল্যায়নের জন্য দেখতে হবে :

  • জোড় যথাযথভাবে পরিষ্কার করছে কীনা? 
  • ওয়েল্ড জোড় আন্ডার কাটমুক্ত কীনা?
  • স্পগ, ওভার ল্যাপ যুক্ত কীনা?
  • ওয়েল্ড গেজের সাহায্যে উত্তল আকৃতি নিরীক্ষণ কর। 
Content added || updated By
Promotion