কক্ষে জানালার (Window) অবস্থান

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

নিচে কক্ষে জানালার অবস্থান ও বিবেচ্য বিষয় সম্পর্কে আলোচনা করা হল-

  • কক্ষের আকার আকৃতি ব্যবহার ইত্যাদির উপর নির্ভর করে জানালার অবস্থান নির্ণয় করা হয় ।
  • সূর্যের আলোর দিক, বায়ু চলাচলের দিক এবং সৌরতাপ বিবেচনা করে জানালার অবস্থান ও আকার নির্ধারণ করা হয়।
  • পর্যাপ্ত আলো বাতাসের জন্য জানালার আকার বড় রাখা ভালো তবে আসবাব ও প্রাইভেসি চিন্তা করে রুমের এরিয়ার 1/3 অংশ জানালা রাখতে হবে।
  • বর্তমানে আমাদের দেশে অধিক পরিমাণে বহুতল ইমারত তৈরির কারণে আলো-বাতাসের স্বল্পতা দেখা যায়। এ কারণে সিল লেভেল এর উচ্চতা ৩০ থেকে কমিয়ে ১২" - ২৪" করে দেয়া হয়।
  • সঠিক ভেন্টিলেশনের জন্য ইমারতের বেড রুম ও সম্ভব হলে লিভিং রুমে বিপরীত দিকের দেয়ালে জানালা রাখতে হবে। বিপরীত দিকের দেয়ালে জানালা বা ওপেনিং রাখলে তাকে ক্রস ভেন্টিলেশন (Cross- Ventilation) বলে।
  • টয়লেট/বাথরুমে ছোটো হলেও একটি জানালা রাখতে হবে, যাতে গ্যাস বের হয়ে যেতে পারে ।
  • রান্নাঘরের জানালা বেন দক্ষিণ দিকে না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত।
  • ইমারতের প্রতিটি রুমে প্রাকৃতিক আলো বাতাসের জন্য প্রয়োজনীয় আকারের কমপক্ষে একটি জানালা রাখতে হবে।
  • রুমের ব্যবহার ও আসবাব অনুযায়ী জানালার আকার ও অবস্থান ঠিক করতে হবে যেন আসবাবে জানালা ঢেকে না যায় বা বড় আসবার বসানোর জায়গা পাওয়া যায়।
  • ভবনের বাহ্যিক দৃশ্য ও চারপাশের বা পারিপার্শ্বিক দৃশ্য সুন্দর হয় এমনভাবে জানালার অবস্থান হওয়া উচিত।
Content added || updated By
Promotion