কক্ষে দরজা (Door) জানালার (Window) মাপ নির্ণয়ে বিবেচ্য বিষয়
এসএসসি(ভোকেশনাল) -
আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ -
দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) |
| NCTB BOOK
কক্ষে দরজা (Door) জানালার (Window) মাপ নির্ণয়ে বিবেচ্য বিষয়সমূহ নিচে আলোচনা করা হল-
কক্ষের আকার ও আকৃতি
কক্ষের ব্যবহার
কক্ষের আসবাব
জলবায়ুর অবস্থা
ওয়াল স্পেস
বাতাসের দিক
বাহ্যিক দৃশ্যের আবেদন ও প্রয়োজনীয়তা
স্থাপত্যিক দৃশ্যের প্রয়োজনীয়তা
উপরোক্ত বিষয় বিবেচনা করে নিম্নলিখিত নিয়মে জানালার আকার নির্ধারণ করা হয়—
জানালার চওড়া = 1/8 (রুমের চওড়া + রুমের উচ্চতা)
রুমের আয়তনের 1/3 অংশ হিসাবে জানালার জন্য ফাঁকা রাখা উচিত
জানালার ক্ষেত্রফল = মেঝের ক্ষেত্রফলের 10%-20% (কাছাকাছি নির্মিত ইমারতে প্রাইভেসি বিঘ্নিত না হলে বেডরুমের জন্য 50% পর্যন্ত দেয়া যায়)
আলোর জন্য মেঝের ক্ষেত্রফলের 10% কাঁচ বা গ্লাসের পাল্লাসহ জানালা হওয়া উচিত ।
পাবলিক বিল্ডিং-এর মেঝের ক্ষেত্রফলের 20% জানালার জন্য ফাঁকা রাখা উচিত।
নিম্নলিখিত নিয়মে দরজার আকার নির্ধারণ করা হয়-
একজন পূর্ণবয়স্ক মানুষ একহাতের তালুর উপর অন্য হাতের তালু রেখে দাঁড়ালে সর্বোচ্চ যে পরিমাণ জায়গা (2'-0") লাগে সেই মাপের উপর নির্ভর করে দরজা বা ওপেনিং রাখা হয়। যে কারণে বারান্দা, টয়লেট ইত্যাদি স্থানে সর্বনিম্ন মাপ 2'-0" ধরা হয়।
বেড রুম, লিভিং রুম ইত্যাদি রুমে সহজে মালপত্র আনা নেয়া করা যায় ও মানুষ যাতায়াত উভয়ই বিবেচনা করা হয় বলে দরজা তুলনামূলক একটু বড় রাখা হয় ।
প্রধান প্রবেশ পথ তুলনামূলক চওড়া করা উচিত যেন অনুষ্ঠানে একাধিক লোক প্রবেশ করতে পারে বা প্রয়োজনে মালপত্র আনা-নেয়া করা যায় ।
রান্নাঘরে কোনো খাবার বা এ জাতীয় কিছু হাতে করে আনা নেয়া করার জন্য দরজার মাপ কমপক্ষে 2'-6" ধরা হয়, তবে 3'-0" রাখা ভালো।
স্কুল, পাবলিক এরিয়া বা যেখানে একত্রে একধিক লোক প্রবেশ বা বের হওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে দরজা লোকজনের পরিমাণ হিসাব করে চওড়া করতে হবে।