কত রকম বাড়িঘর |
আমাদের থাকার জায়গা বলতে যে বাড়ি, তার নকশায় কত যে বৈচিত্র্য কখনও খেয়াল করে দেখেছ? এই ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশেই বাড়িঘরের কত না বিভিন্নতা! আর সারা পৃথিবীর বাড়িঘরের ধরনের আলাপ করতে গেলে তো কথাই নেই। কখনও ভেবে দেখেছ, এই বৈচিত্র্যের কারণ কী? কীসের ওপর নির্ভর করে? এই শতরকমের ঘরবাড়ির নকশা নিয়েই আমাদের এবারের কাজ!
প্রথম সেশন |
দ্বিতীয় সেশন |
তৃতীয় সেশন |
চতুর্থ ও পঞ্চম সেশন |
ষষ্ঠ সেশন |
সপ্তম ও অষ্টম সেশন |
Read more