কর্নার মোড় ঘর হেড অবস্থানে ওয়েন্ডিং করার দক্ষতা অর্জন

এসএসসি(ভোকেশনাল) - ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
Please, contribute by adding content to কর্নার মোড় ঘর হেড অবস্থানে ওয়েন্ডিং করার দক্ষতা অর্জন.
Content

ওয়ার্কপিস প্রস্তুত করতে পারবে

- প্লেট হতে ভৈল, গ্রিজ অথবা তৈল জাতীয় পদার্থ, মরিচা, ময়লা ইত্যাদি উত্তমরূপে পরিষ্কার কর।

- বক্র কিংবা মোচড়ানো ওয়ার্ক পিসকে এনভিলের উপর রেখে হাতুড়ির আঘাতে সোজা ও সমতল কর।

Content added By

ইলেকট্রোড নির্বাচন

(১.২ এর অনুরূপ)

Content added By

ওয়ার্কপিস সংযোগ কর

(১.৩ এর অনুরূপ)

Content added By

ইলেকট্রোড হোল্ডারে আটকানো

(১.৪ এর অনুরূপ)

Content added By

কারেন্ট সেট করা

(১.৫ এর অনুরূপ)

Content added By

ওয়ার্ক পিস ট্যাক করা

- ওয়ার্কপিস ৯০° কোণে ব্লকে আটকাও।

Content added By

ওয়ার্ক পিস ওভার হেড অবস্থানে আটকান

- ওয়ার্ক পিস ওভার হেড পজিশনে সুবিধাজনকভাবে আটকাও।
- ওভার হেড অবস্থানে ওয়ার্ক পিস আটকাতে সর্বদা সাবধানতা অবলম্বন করবে।

Content added By

জোড়ের ওয়েল্ড সম্পন্ন করা

-ইলেকট্রোড পেটের পার্শ্বের সাথে ৪৫° কোণে রাখ ।

- ইলেকট্রোড ডান পার্শ্বের দৈর্ঘ্য বরাবরে ওয়েল্ডিং-এর দিকে প্রায় ৮০° কোণে রেখে রান টানতে আরম্ভ কর।
- ওয়ার্ক পিসের শেষ পর্যন্ত ওয়েল্ড করে প্রথম কিংবা রুট রান সমাপ্ত কর।
-স্পন্স পরিষ্কার কর।

  • কিছুটা সোজা বুনন প্রক্রিয়ায় ওয়েল্ড কর।
  • সঠিক আর্ক লেংথ বজায় রাখ।
  • সঠিক গতিতে ইলেকট্রোড চালনা ওয়েন্ড ক্রেটারের আকৃতি ভালো হয়।
  • উভয় পেটের ওয়েন্ডিং ফেসেই মূল ধাতু গলে পেনিট্রেশন নিশ্চিত করতে হবে।
  • ইলেকট্রোড সঠিক কোণে চালনা করে পেনিট্রেশন নিয়ন্ত্রণ কর।
  • শক্তিশালী ও আকর্ষণীয় ওয়েল্ড তৈরি করতে ওয়েল্ডিং এর হার অবশ্যই খানিকটা দ্রুত হবে।
  • পুরো পেটের জন্য একাধিক রানের ওয়েল্ড কর।

  • ক্যাপিং রানের পূর্বে ১.৫ মিমি ফাঁক রাখ যাতে ক্যাপিং করার সময় জোড় এর পার্শ্বদেশ ওভার ল্যাপ না হয়।
  • উপরের পৃষ্ঠে উত্তল আকৃতি সম্পন্ন ওয়েন্ড কর।

Content added || updated By

ওয়েল্ড নিরীক্ষা করতে পারবে

জোড়ের গুণাগুণ মূল্যায়নের জন্য জোড় নিরীক্ষণ করতে হয়। নিরীক্ষণ কালে দেখতে হবে :

  •  জোড় শাপ মুক্ত কীনা?
  • জোড়ে আন্ডার কটি আছে কীনা?
  • জোড় ওভার ল্যাপ যুক্ত কীনা?
  • জোড় এবড়ো খেবড়ো কীনা?

 

Content added By

প্রশ্নমালা-৮

১। ওভারহেড অবস্থানে কর্নার জোড় তৈরি নিমিত্তে ওয়ার্ক পিস প্রস্তুত প্রণালি বর্ণনা কর।

২। ওভারহেড অবস্থানে কর্নার জোড় তৈরি নিমিত্তে ট্যাক ওয়েল্ড পদ্ধতি উল্লেখ কর।

৩।  কর্নার জোড় ওভারহেড অবস্থানে আটকানো ও এর নিরাপত্তা বিবৃত কর।

৪। ওভারহেড অবস্থানে কর্নার জোড়ের সময় ইলেকট্রোড অ্যাংগেল, ইলেকট্রোড চালনার গতি ও আর্ক লেংথ উলেখ কর।

৫। প্রতিটি রানের বুনন নিয়ম বর্ণনা কর।

৬। ওয়েল্ড জোড়ের শেষে জোড়ের ত্রুটি-বিচ্যুাতি শনাক্ত কর ও এর কারণ বর্ণনা কর ।

Content added By
Promotion