১. খুলনার হান্নান এন্ড ব্রাদার্স চট্টগ্রাম থেকে ২০০ পাম্প মেশিন ক্রয় করলো। প্রতিটি পাম্প মেশিনের ক্রয়মূল্য ৫,০০০ টাকা। এর জন্য গাড়ি ভাড়া ২০,০০০ টাকা, পরিবহন বিমা ২,০০০ টাকা, শুল্ক ১,০০০ টাকা, ডক চার্জ ১,২০০ টাকা পরিশোধ করল। এছাড়া গুদাম ভাড়া বাবদ ৪,০০০ টাকা, দোকান ভাড়া ৩,০০০ টাকা, কর্মচারীদের বেতন ২,৫০০ টাকা, বিদ্যুৎ খরচ বাবদ ২,০০০ টাকা পরিশোধ করা হয়। মুনাফা মোট ব্যয়ের ২৫% । করণীয়: ক্রয়মূল্য, মোট ব্যয় ও বিক্রয়মূল্য নির্ণয়।
২. সোনালি ম্যানুফ্যাকচারিং লিমিটেডের হিসাব বই থেকে ২০১৭ সালের ৩১শে ডিসেম্বর তারিখে নিম্নোক্ত তথ্যাবলি সংগৃহীত হয়েছে -
টাকা | |
কাঁচামালের মজুদ (১.১০.২০১৭) |
৭,৫০০ |
কাঁচামালের মজুদ (৩১.১২.২০১৭) |
৯,৫০০ |
চলতি কার্যের মজুদ (১.১০.২০১৭) |
২,৮০০ |
চলতি কার্যের মজুদ (৩১.১২.২০১৭) |
৩,৬০০ |
তৈরি পণ্যের মজুদ (১.১০.২০১৭) |
৫,৪০০ |
তৈরি পণ্যের মজুদ (৩১.১২.২০১৭) |
৩,৫০০ |
তৈরি পণ্য বিক্রয় |
৬৫,০০০ |
কাঁচামাল ক্রয় |
৭,০০০ |
প্রত্যক্ষ মজুরি | ৫,৬৫০ |
জ্বালানি ও শক্তি |
১,২৫০ |
আন্তঃমুখী বহন খরচ |
১,০০০ |
বহিঃমুখী বহন খরচ |
১,৫০০ |
পরোক্ষ মজুরি | ১,৭৫০ |
কলকব্জা ও যন্ত্রপাতির অবচয় | ২,৫০০ |
প্রত্যক্ষ খরচ | ১,১০০ |
অফিস ভাড়া | ৩,৫০০ |
বিবিধ কারখানা খরচ | ৪,৫০০ |
বিক্রয়কর্মীদের বেতন ও কমিশন | ২,২৫০ |
বিবিধ অফিস খরচ | ২,০০০ |
গনসংযোগ খরচ |
১,৭০০ |
উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী, বিক্রীত পণ্যের ব্যয় বিবরণী, বিশদ আয় বিবরণী প্রস্তুত কর।
Read more