হিসাব সমীকরণে নিম্নোক্ত লেনদেনসমূহের প্রভাব দেখাও |
জনাব নার্গিস আক্তার মার্চ ০১, ২০১৭ তারিখে ‘নার্গিস টেইলার্স' নামে ব্যবসায় শুরু করেন। প্রথম মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পন্ন হয়:
মার্চ ১ ২০,০০০ টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো ।
মার্চ ৩ মার্চ মাসের দোকান ভাড়া পরিশোধ করা হলো ৫,০০০ টাকা।
মার্চ ৯ নগদে সেলাই মেশিন ক্রয় করা হলো ১৫,০০০ টাকা।
মার্চ ১৪ কাপড় সেলাই বাবদ মজুরি আদায় ২,০০০ টাকা।
মার্চ ১৭ দোকানের প্রচারণা বাবদ ব্যয় ১,০০০ টাকা।
মার্চ ২২ গ্রাহক হতে সেলাইয়ের মজুরি বাবদ প্রাপ্য ১,৫০০ টাকা।
মার্চ ২৫ সেলাই মেশিন মেরামত করা হলো ৩০০ টাকা।
মার্চ ৩০ ২২ তারিখের বিলের অর্থ আদায় ১,২০০ টাকা।
Read more