কার এসির ম্যাগনেটিক ক্লাচ

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
3

কার এসির ম্যাগনেটিক ক্লাচ (Magnatic Clutch of Car AC )

কার এয়ারকন্ডিশনিং-এ ম্যাগনেটিক ক্লাচ একটি গুরুত্বপূর্ণ ডিভাইস। এটির সামান্য ত্রুটিও কার এসির পারফরমেন্সে বড় ধরণের প্রভাব পড়ে এনিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হল।

ম্যাগনেটিক ক্লাচ এর গঠন ও অবস্থান

যখন অটোমোবাইল এয়ার কন্ডিশনিং সিস্টেমে কম্প্রেসর পরিচালনা দরকার তখন ম্যাগনেটিক ক্লাচটি নিয়ন্ত্রণ করলে কম্প্রেসর চালু হয়। ইঞ্জিনের পুলি দিয়ে ক্লাচটি সংযোজিত থাকে। রেফ্রিজারেন্ট এর চাহিদা কম্প্রেসরকে চালু বা বন্ধ করে। এটি একটি স্থির কয়েল যা বৈদ্যুতিক চুম্বকীয় (Magnetized) সার্কিট দিয়ে আবিষ্ট হয়। এর ড্রাইভ শ্যাফটের সাথে আর্মেচার শ্যাফট থাকে, আর্মেচার শ্যাফটি চৌম্বকত্ব দিয়ে কম্প্রেসর শ্যাফটকে আটকে ফেলে এবং কম্প্রেসর চলতে শুরু করে। ম্যাগনেটিক ক্লাচ সংযোগ বা বিচ্ছিন্ন কোনটিতে ঘূর্ণায়মান (Rotating) কম্প্রেসর পুলির ঘুর্ণনে বাঁধা দেয় না । ম্যাগনেটিক ক্রিয়ার মাধ্যমে এই ক্লাচ কাজ করে বলে একে ম্যাগনেটিক ক্লাচ বলা হয়।

চিত্র ৩.২১: কার এসির ম্যাগনেটিক ক্লাচ 

ম্যাগনেটিক ক্লাচ এর প্রকারভেদ

ডিজাইন অনুসারে ম্যাগনেটিক ক্লাচ দু'প্রকার -

  • স্বর্ণায়মান ম্যাগনেটিক করেল বিশিষ্ট ক্লাচ
  • স্থির ম্যাগনেটিক করেন বিশিষ্ট ক্লাচ

ম্যাগনেটিক ক্রিয়া অনুসারে ম্যাগনেটিক ক্লাচ তিন প্রকার

  • ওয়াটার প্লেইট টাইপ ক্লাচ 
  • ওয়ার্নার হিলি গ্রিপ ক্লাচ
  • ইলেকটো লক প্লেইট ক্লাচ

এদের মধ্যে ইলেকট্রো লক প্লেইট টাইপ স্থির ম্যাগনেটিক কয়েল বিশিষ্ট ক্লাচই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

ঘূর্ণায়মান ম্যাগনেটিক কয়েল বিশিষ্ট ক্লাচ

ঘূর্ণয়মান ম্যাগনেটিক কয়েল বিশিষ্ট ক্লাচে দু'টি কার্বন ব্রাশ কয়েলের সাথে সংযুক্ত কপারের তৈরি স্লিপ রিং এর সাথে যুক্ত থাকে। এ রিং দিয়েই ক্লাচ কয়েলে বিদ্যুৎ সরবরাহ দেয়া হয়। চিত্র ৩.২২ এ ঘূর্ণায়মান ম্যাগনেটিক কয়েল বিশিষ্ট ক্লাচের গঠন দেখানো হল।

চিত্র ৩.২২: কার এসির ঘূর্ণয়মান কয়েল বিশিষ্ট ম্যাগনেটিক ক্লাচ

 

স্থির ম্যাগনেটিক কয়েল বিশিষ্ট ক্লাচ

স্থির ম্যাগনেটিক কয়েন বিশিষ্ট ক্লাচ এ ক্লাচ কম্প্রেসরের সাথে সরাসরি যুক্ত থাকে। কয়েলটি স্থির থাকায় অতিরিক্ত স্লিপ রিং এবং ব্রাশের প্রয়োজন হয় না। স্থির ম্যাগনেটিক কয়েল বিশিষ্ট ক্লাচে দু'টি ইলেকট্রিক্যাল লিড থাকে, যার একটি কন্ট্রোল প্যানেলে এবং অন্যটি প্রাউন্ডিং করা থাকে। চিত্র- ৩.২৩ এ স্থির ম্যাগনেটিক করেন বিশিষ্ট ক্লাচের গঠন দেখানো হল।

 

 

Content added || updated By
Promotion