কোন ধরনের শব্দদ্বিত্ব (৪.২.২)

অষ্টম শ্রেণি (মাধ্যমিক ২০২৪) - বাংলা - Bangla - শব্দ বুঝি বাক্য লিখি | NCTB BOOK
605

নিচের বাক্যগুলোতে কোন ধরনের শব্দদ্বিত্ব ব্যবহৃত হয়েছে তা কারণসহ বলো। প্রয়োজনে সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিতে পারো।

ক. কদিন ধরে আমার জ্বর জ্বর লাগছে। 

খ. ঠাকুরমার ঝুলিতে অনেক মজার মজার গল্প আছে। 

গ. এ বয়সে মন উড়ু উড়ু হওয়াটাই স্বাভাবিক। 

ঘ. এখন থেকে তাকে চোখে চোখে রাখতে হবে। 

ঙ. রাত্রির গাঢ় অন্ধকারেও বিড়ালের চোখ জ্বলজ্বল করে। 

চ. কোনো বিষয়ে বাড়াবাড়ি করা ভালো নয়। 

ছ. কদিন আগেও তো তাদের মধ্যে গলাগলি দেখলাম! 

জ. লোকটি হনহন করে হেঁটে গেল। ঝ. শনশন বায়ু বইছে। 

ঞ. আজ হাড় কনকনে শীত!

ট. কবি কবি চেহারা অমলের।

Content added || updated By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...