দশম অধ্যায়
খ্রিষ্টমণ্ডলী
দীক্ষাস্নানের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সন্তান ও ঐশ পরিবারের সদস্য হয়েছি। মণ্ডলী হলো ঈশ্বরের পরিবার। তিনি এই পরিবারের পিতা, আমরা তাঁর সন্তান । তাই আমাদের ‘ঈশ্বরের সন্তান ' হওয়ার অর্থ কী তা ভালো করে জানা আবশ্যক। আমাদের আরও জানা প্রয়োজন, খ্রিষ্টমণ্ডলী কীভাবে পরিবার হয়, পরিবারের অর্থ কী, পরিবারের সদস্য হিসেবে আমাদের কর্তব্য কী। এই বিষয়গুলো জানার মাধ্যমে আমরা মণ্ডলীর আরও সক্রিয় সদস্য হয়ে উঠব।
খ্রিষ্টমণ্ডলী একটি পরিবার
স্বর্গীয় পিতা আমাদের তাঁর ঐশ জীবনের অংশীদার করেছেন অর্থাৎ মানুষ হয়েও আমরা ঈশ্বরের কাছে আসতে পেরেছি; তাঁর সান্নিধ্য লাভ করতে পারছি। এভাবে আমাদেরকে তিনি মর্যাদা দান করেছেন। আমরা তাঁর পুত্রের মধ্য দিয়ে তাঁর ঐশ জীবনে অংশগ্রহণের জন্য আহ্বান পেয়েছি। পিতা ঠিক করেছেন, যারা তাঁর পুত্র যীশুর ওপর বিশ্বাস স্থাপন করবে তাদের তিনি মণ্ডলীভুক্ত করবেন। এভাবেই গঠিত হয়েছে খ্রিষ্টমণ্ডলী বা ঈশ্বরের পরিবার।
পবিত্র বাইবেলে যীশুর মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে পিতা বলে ডাকতে শিখেছি (মথি ৬:৯)। সাধু পলের মধ্য দিয়ে আমরা জেনেছি যে, দীক্ষাস্নান লাভ করার পর আমরা সকলেই ঈশ্বরের সন্তান হয়েছি (গালা ৪:১-৭)। সন্তানের মনোভাব নিয়ে আমরা ঈশ্বরকে ‘পিতা' বলে ডাকি (দ্র: রোমীয় ৮:১৫)। পবিত্র বাইবেলে আমরা এরকম আরও অনেক উদাহরণ খুঁজে পাই যার মাধ্যমে মণ্ডলীকে পরিবারের সাথে তুলনা করা হয়েছে। মণ্ডলীতে ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করার আনন্দ
মণ্ডলীর সাথে আমাদের একাত্মতা শুধুমাত্র যীশুর সঙ্গে নয় বরং মণ্ডলীর প্রত্যেক সদস্যের সাথেও। প্রথম থেকেই প্রভু যীশু মণ্ডলীর একতার বিষয়টিকে খুব গুরুত্ব দিয়েছেন। তাই তিনি দ্রাক্ষালতার উদাহরণ দিয়ে আমাদের বলেছেন, “আমি হলাম দ্রাক্ষালতা, আর তোমরা হলে শাখা-প্রশাখা।
“যে আমার মধ্যে থাকে আর আমি যার মধ্যে থাকি, সেই তো প্রচুর ফলে ফলশালী হয়ে ওঠে, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পার না” (যোহন ১৫:৫)। যীশুর কথা থেকে আমরা বুঝতে পারি যে, তিনি হলেন মূল দ্রাক্ষালতা। আমরা হলাম শাখা-প্রশাখা। যীশুর সাথে
৩। সঠিক উত্তরটিতে টিক (√) চিহ্ন দাও
৩.১ এক মন এক প্রাণ হয়ে প্রার্থনা করত-
(ক) প্রেরিত শিষ্যেরা
(খ) ইহুদি সমাজ নেতারা
(গ) আদি মণ্ডলীর ভক্তরা
(ঘ) খ্রিষ্টভক্তরা
৩.২ আদি ভক্তরা কেমন জীবন যাপন করত?
(ক) একতাবদ্ধ ও আনন্দময়
(খ) উৎসবমুখর
(গ) ত্যাগস্বীকার ও কঠোর
(ঘ) আন্তরিক
৩.৩ খ্রিষ্টযাগে গিয়ে আমরা গ্রহণ করি-
(ক) খাদ্য ও পানীয়
(খ) যীশুর দেহ ও রক্ত
(গ) রুটি ও দ্রাক্ষারস
(ঘ) রুটি ও জল
৩.৪ খ্রিষ্টবিশ্বাসীদের প্রবক্তাসুলভ ভূমিকা কোনটি ?
(ক) অবহেলিতদের সেবা করা
(খ) প্রশাসনিক দায়িত্ব পালন করা
(গ) ন্যায় ও শান্তির বাণী প্রচার করা
(ঘ) নিজে সুপথে চলা
৩.৫ খ্রিষ্টবিশ্বাসীদের রাজকীয় ভূমিকা কোনটি?
(ক) উপাসনা পরিচালনা করা (খ) খ্রিষ্টের যোগ্য সাক্ষী হয়ে ওঠা
(গ) ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করা (ঘ) পরিবার ও সমাজকে সুপথে পরিচালিত করা
৪। সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও
(ক) আমরা কার মধ্য দিয়ে ঈশ্বরকে পিতা বলতে শিখেছি?
(খ) মণ্ডলীর সাথে একতাবদ্ধ জীবনকে কিসের সাথে তুলনা করা হয়েছে?
(গ) আমাদের মধ্যে কি দলাদলি বা মনোমালিন্য থাকা উচিত?
৫। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও
(ক) খ্রিষ্টমণ্ডলী কীভাবে এক পরিবার বুঝিয়ে লেখ ।
(খ) মাণ্ডলিক একতায় প্রভুর ভোজের গুরুত্ব লেখ।
(গ) মণ্ডলীর সদস্যদের তিনটি প্রধান দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে লেখ।
আরও দেখুন...